সংবাদ শিরোনাম :
তিন দশকেও চালু হয়নি চট্টগ্রামে মেগা আবাসন প্রকল্প

তিন দশকেও চালু হয়নি চট্টগ্রামে মেগা আবাসন প্রকল্প

http://lokaloy24.com/
http://lokaloy24.com/

চট্টগ্রাম নগরীর আবাসন সংকট দূর করতে চট্টগ্রাম নগরীর শাহ আমানত সেতুর দক্ষিণ পাড়ে ৫১ দশমিক ৬৭ একর ভূমিতে ‘কর্ণফুলী আবাসিক বামতীর প্রকল্প’ হাতে নেয় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। পরে ৫১৯ জনকে বরাদ্দ দেওয়া হয় প্লট। বরাদ্দ দেওয়ার পর কেটে গেছে প্রায় তিন দশক। প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা এবং চট্টগ্রাম ওয়াসার রশি টানাটানিতে ঝুলে আছে মেগা আবাসন প্রকল্প। অথচ আবাসিক প্রকল্পটি চালু হলে চট্টগ্রাম নগরীর লাখো মানুষের আবাসন সংকট নিরসন হতো।

সিডিএ কর্ণফুলী আবাসিক প্লট মালিক কল্যাণ সমিতির সিনিয়র সহ-সভাপতি এ এম জিয়া হাবিব আহসান বলেন, প্রায় তিন দশক আগে বরাদ্দ দেওয়া একটি সরকারি আবাসন প্রকল্প চালু করা যায়নি শুধু উদাসীনতার কারণে। প্লট বরাদ্দ পাওয়া অনেকে শেষ সম্বল বিক্রি করে বরাদ্দের টাকা জমা দিয়েছে। তারা স্বপ্নের বাড়ি না দেখেই মারা গেছে। অথচ আগে এ প্রকল্পের কাজ শুরু করা গেলে লাখো মানুষের আবাসন সংকট নিরসন হতো। জানা যায়, চট্টগ্রাম নগরীর আবাসন সংকট দূর করতে ১৯৯২-৯৩ সালে কর্ণফুলী আবাসিক বামতীর প্রকল্প হাতে নেয় সিডিএ। তখন এ প্রকল্পের ব্যয় ধরা হয়েছিল ১২ কোটি ৫০ লাখ টাকা। তিন, চার এবং পাঁচ কাঠা আয়তনের মোট ৫১৯টি প্লট বরাদ্দ দেওয়া হয়। তখন প্রতি কাঠার দাম নির্ধারণ করা হয় ৮০ হাজার টাকা। প্লট বরাদ্দ পাওয়া ব্যক্তিদের অভিযোগ, এ প্রকল্পের পানি, গ্যাস, বিদ্যুৎসহ সব সেবার লাইন সংযোগ স্থাপনের কথা সিডিএর। সংযোগ স্থাপন করার জন্য সিডিএ যথাযথভাবে কাজ করেনি। ফলে তিন দশকেও চালু হয়নি এ মেগা আবাসন প্রকল্প। তবে প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা সিডিএর দাবি- ২০০৬ সালে প্রকল্প এলাকার ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট স্থাপনের জন্য দরপত্র আহ্‌বান করা হয়। তখন ১০০ ফুট গভীর খননও করা হয়েছিল। কিন্তু পানিতে আয়রন এবং লবণাক্ততা থাকার কারণে ভেস্তে যায় সেই উদ্যোগ। প্রকল্পের শুরু থেকে এখনো পর্যন্ত সিডিএর পক্ষ থেকে অসংখ্যবার পানির সংযোগের জন্য চট্টগ্রাম ওয়াসার কাছে আবেদন করা হয়। প্লট বরাদ্দ পাওয়া ব্যক্তিরা করেন একের পর এক মানববন্ধন। সর্বশেষ ১৭ অক্টোবর ওই প্রকল্পে পানি সরবরাহের অনুরোধ করে ওয়াসাকে চিঠি দেয় সিডিএ। ওই চিঠিতে দ্রুত সময়ের মধ্যেই ওই প্রকল্পে পানি সরবরাহের অনুরোধ করা হয়। এর আগে ১৮ আগস্ট কর্ণফুলী আবাসিক এলাকায় পানি সংযোগ স্থাপনের অনুরোধ করে ফের আবেদন করে প্লট বরাদ্দ পাওয়াদের সংগঠন সিডিএ কর্ণফুলী আবাসিক প্লট মালিক কল্যাণ সমিতি। চট্টগ্রাম ওয়াসার উপ-সচিব মুহাম্মদ নাজিম উদ্দিনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ নিয়ে কথা বলতে অপারগতা প্রকাশ করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com