স্পোর্টস আপডেট ডেস্ক- বিপিএলের সবশেষ তিন আসরে ঢাকা ডায়নামাইটসকে নেতৃত্ব দেওয়া সাকিব আল হাসান এক বছরের চুক্তিতে যোগ দিয়েছেন রংপুর রাইডার্সে।
বুধবার (৩১ জুলাই) রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় বসুন্ধরা গ্রুপের ইন্ডাস্ট্রিয়াল হেডকোয়ার্টার-২ এর মিলনায়তনে সময়ের সেরা অলরাউন্ডার সাকিবের সঙ্গে নতুন চুক্তিতে আবদ্ধ হয় রংপুর রাইডার্স ফ্র্যাঞ্চাইজি।
‘এ’ প্লাস ক্যাটাগরিতে থাকা একজন খেলোয়াড়কে সরাসরি দল নিতে পারে কোনো ফ্র্যাঞ্চাইজি। সাকিবকে নেওয়ায় মাশরাফি বিন মুর্তজাকে ছাড়তে হয়েছে রংপুরের।
এর আগে বিপিএলের তৃতীয় আসরে (২০১৫) রংপুরের হয়ে মাঠে নেমেছিলেন সাকিব। ২০১৬ আসর থেকেই ঢাকার হয়ে খেলছেন সাকিব। তিন বছর ধরেই ঢাকার আইকন প্লেয়ার ও অধিনায়ক ছিলেন তিনি।
Leave a Reply