প্রতিদিন বাড়ছে ডেঙ্গু জ্বরে আক্রান্তের সংখ্যা। ডেঙ্গু রোগী ছড়িয়ে পড়েছে সারা দেশে। সরকারি হিসাবে গেল ২৪ ঘন্টায় সারাদেশে এ রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৮৪৭ জন।
সাধারণের পাশাপাশি ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন খোদ ডাক্তারসহ বিভিন্ন পেশার মানুষ। সম্প্রতি ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন চিত্রনায়ক আলমগীর। প্রাথমিক চিকিৎসা শেষে তিনি এখন বাসায় বিশ্রাম নিচ্ছেন।
মঙ্গলবার (৩০ জুলাই) দুপুরে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান গণমাধ্যমকে বিষয়টি জানিয়ে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
জায়েদ খান বলেন, ‘সারা দেশে ডেঙ্গু জ্বর ছড়িয়ে পড়ছে। সম্প্রতি আমাদের সবার প্রিয় নায়ক আলমগীর ভাই ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন। প্রাথমিক চিকিৎসা শেষে তিনি এখন বাসায় বিশ্রাম নিচ্ছেন। ভয়ের কিছু নেই। সবাই উনার জন্য দোয়া করবেন। তিনি যেন দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারেন।’
তিনি আরও বলেন, ‘আমরা একটু সচেতন হলেই ডেঙ্গু থেকে মুক্তি পাওয়া যায়। আমরা চাই, প্রত্যেক মানুষ নিজে সচেতন হোক, পাশের মানুষটিকে সচেতন করুক।
Leave a Reply