ঠাকুরগাঁওয়ে সরকারি অনুদান দেওয়ার নামে অর্থ আদায়’ সে নারী পুলিশের হাতে আটক

ঠাকুরগাঁওয়ে সরকারি অনুদান দেওয়ার নামে অর্থ আদায়’ সে নারী পুলিশের হাতে আটক

মোঃ মজিবর রহমান শেখ ঃ ঠাকুরগাঁও জেলায় ‘সরকারি অনুদান দেওয়ার’ কথা বলে এলাকাবসীর কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগে এক নারী পুলিশের হাতে আটক । ৯ আগস্ট সোমবার গভীর রাতে ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের সিংগিয়া ডোডাপাড়া গ্রাম থেকে ঐ নারী কে আটক করেছে পুলিশ । আটককৃত নারী হলেন- মোছাঃ শাহানাজ পারভীন (৩৫) জগন্নাথপুরের দৌলতপুর গ্রামের মো. লাবলুর স্ত্রী। ১০ আগস্ট মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে সে নারীকে ঠাকুরগাঁও জেলা কারাগারে পাঠানো হয়েছে। ঠাকুরগাঁও জেলার সদর থানার ওসি তানভিরুল ইসলাম বলেন, ৮ আগস্ট সোমবার রাতে ডোডাপাড়া গ্রামের আমিন হোসেনের ছেলে মো. ফারুক বাদী হয়ে ঠাকুরগাঁও জেলার সদর থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলায় মোছাঃ শাহানাজ পারভীন সহ অজ্ঞাত আরও তিন জনকে আসামি করা হয়। মামলার বরাতে ওসি তানভিরুল ইসলাম সাংবাদিকদেরকে বলেন, গত বছরের ১০ ডিসেম্বর বাদীর মা রেনু বেগমকে ভিজিডি কার্ড দেওয়ার প্রলোভন দেখিয়ে ১৩ হাজার টাকা হাতিয়ে নেন আটক শাহানাজ পারভীন । এ ছাড়াও ঠাকুরগাঁও জেলা সদরের জগন্নাথপুর ইউনিয়নের ৯৬ জন গরিব অসহায় ব্যক্তিকে বিভিন্ন সরকারি অনুদানের প্রলোভন দেখিয়ে চার লাখ ৬৩ হাজার ৫০০ টাকা কৌশলে হাতিয়ে নেন শাহানাজ বলে অভিযোগে উল্লেখ করা হয়। ১০ আগস্ট মামলায় আরও বলা হয়, টাকা হাতিয়ে নেওয়ার পর থেকে স্থানীয় মানুষজন ভিজিডি কার্ড সহ অন্যান্য সরকারি অনুদানের কার্ড দেওয়ার জন্য শাহানাজ পারভীনকে চাপ দিতে থাকলে তিনি টালবাহানা শুরু করেন। ওসি তানভিরুল বলেন, ৯ আগস্ট সোমবার দুপুরে জগন্নাথপুরের সিংগিয়া ডোডাপাড়া গ্রামের বাসিন্দা মিথিলা আক্তার কৌশলে শাহানাজ পারভীনকে তার বাড়ি নিয়ে আসেন। ঐ বাড়ি আসার পর স্থানীয়রা শাহানাজকে আটক করলে তিনি টাকা আত্মসাৎ করেছেন বলে স্বীকার করেন।
খবর পেয়ে রাত সাড়ে ১২টার দিকে সিংগিয়া ডোডাপাড়া গ্রাম থেকে শাহানাজ পারভীনকে আটক করে পুলিশ। তানভিরুল বলেন, “শাহানাজ পারভীন এক প্রতারক। সে ঠাকুরগাঁও জেলা সদরের জগন্নাথপুর ইউয়িনের সরকারি আশ্রয়ন প্রকল্পের ঘর, ভিজিডি কার্ড, বয়স্ক, মাতৃত্বকালীন, বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতা সহ বিভিন্ন সরকারি অনুদান দেওয়ার প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষদের কাছ থেকে অর্থ আদায় করে আসছিল।”প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি এসব ঘটনার সত্যতা স্বীকার করেছেন বলে ওসি জানান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com