সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে মেধাবী ছাত্র আহসান হাবীবের কিডনি ট্রান্সপ্লান্টের জন্য আর্থিক সহায়তা ও দোয়া

ঠাকুরগাঁওয়ে মেধাবী ছাত্র আহসান হাবীবের কিডনি ট্রান্সপ্লান্টের জন্য আর্থিক সহায়তা ও দোয়া

মোঃ মজিবর রহমান শেখঃ ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী উপজেলায় ২৬ জুলাই সোমবার বিকালে কাশিপুর ঝাপরটলা গ্রামে হাবিবের বাড়ীতে এ অনুষ্ঠানটি হয়। ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(ডুয়েট) এর মেধাবী ছাত্র টেক্সটাইল ইঞ্জিনিয়ার আহসান হাবীব কিডনি রোগে আক্রান্ত হন।তাঁর এ অসুস্থ্যতার খবরটি প্রিন্ট, ইলেকট্রনিক ও সামাজিক যোগাযোগ মাধ্যম(ফেসবুকে) বেশ নাড়া দেয়।তাঁর কিডনি দুটো ট্রান্সপার করতে প্রায় ১৫ লক্ষ টাকা প্রয়োজন। এতে বালিয়াডাঙ্গী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রহমান তাঁকে সহযোগিতার জন্য বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানকে আহবান করেন।
এতে বালিয়াডাঙ্গী উপজেলার সকল কলেজ, মাধ্যমিক বিদ্যালয় ও মাদরাসার শিক্ষকগণ সাহায্যের হাত বাড়ান। এই আর্থিক সহযোগিতা আনুষ্ঠানিকভাবে প্রদানের জন্যই এ অনুষ্ঠান। কাশিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রউফ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথী ছিলেন সমিরউদ্দীন স্মৃতি মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাঝহারুল ইসলাম সুজন। বিশেষ অতিথি ছিলেন ধর্মগড়, কাশিপুরের নতুন চাঁদের প্রতিষ্ঠাতা সভাপতি, বর্তমান উপদেস্টা আব্দুল মালেক। এ সময় অনুষ্ঠানের আহবায়ক বালিয়াডাঙ্গী মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রহমান, বালিয়াডাঙ্গী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ড.টি এম মাহবুবর রহমান,বালিয়াডাঙ্গী সরকারী বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম,লাহিড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিল্লুর রহমান,হলদিবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবুল হোসেন,লাহিড়ী ফাজিল মাদরাসার অধ্যক্ষ নুরল হক,বড়পলাশবাড়ী ইসলামীয়া মাদরাসার সুপার কুসুমউদ্দীনসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন। এ সময় ব্যক্তিগত, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান,স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান থেকে নগদ ৪ লক্ষ ৬৭ হাজার ৬শ টাকা আদায় হয়। জানাগেছে,তাঁর চিকিৎসার জন্য ১৫ লক্ষাধীক টাকার প্রয়োজন।
পরে তার রোগমুক্তি কামনা করে দোয়া করা হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com