সংবাদ শিরোনাম :
ট্রাম্পের অভিবাসী প্রবেশ নিষেধাজ্ঞা স্থগিতের নির্দেশ আদালতের

ট্রাম্পের অভিবাসী প্রবেশ নিষেধাজ্ঞা স্থগিতের নির্দেশ আদালতের

ট্রাম্পের অভিবাসী প্রবেশ নিষেধাজ্ঞা স্থগিতের নির্দেশ আদালতের
ট্রাম্পের অভিবাসী প্রবেশ নিষেধাজ্ঞা স্থগিতের নির্দেশ আদালতের

আন্তর্জাতিক ডেস্ক : প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দক্ষিণ সীমান্ত দিয়ে যুক্তরাষ্ট্রে অবৈধভাবে প্রবেশ করা অভিবাসন প্রত্যাশীদের আশ্রয় না দেওয়ার যে আদেশ জারি করেছিলেন তা আটকে দিয়েছে দেশটির একটি আদালত। সোমবার সানফ্রান্সিসকোর জেলা জজ জন টিগার ট্রাম্পের ওই আদেশের বিরুদ্ধে সাময়িক নিষেধাজ্ঞা আরোপ করেছেন।

চলতি মাসের প্রথম দিকে মধ্য আমেরিকার দেশগুলো থেকে যুক্তরাষ্ট্রে প্রবেশের জন্য মেক্সিকো সীমান্তে অভিবাসন প্রত্যাশীদের ঢল নামে। অভিবাসন প্রত্যাশীদের ঠেকাতে ট্রাম্প সীমান্তে সেনা মোতায়েন করেন। একইসঙ্গে এসব অভিবাসন প্রত্যাশী যুক্তরাষ্ট্রে প্রবেশ করলে তাদের আশ্রয় না দেওয়ার আদেশও জারি করেন। তবে নাগরিক অধিকার সংগঠনগুলো ট্রাম্পের এ আদেশের বিরোধিতা করে আসছে এবং একে অবৈধ দাবি করে সান ফ্রান্সিসকো আদালতে মামলা করেছে।

সোমবার বিচারক জন টিগার ট্রাম্পের ওই আদেশের বিরুদ্ধে সাময়িক নিষেধাজ্ঞা আরোপ করেন।  আগামী ১৯ ডিসেম্বর মামলার পরবর্তী শুনানি হওয়ার আগ পর্যন্ত এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে বলে জানিয়েছেন তিনি।

এ ব্যাপারে মার্কিন বিচার বিভারে তাৎক্ষনিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com