রোববার রাতে ঘাটাইল থানার দেউলাবাড়ি এলাকায় মহাসড়ক সংলগ্ন ইটভাটার পাশে কথিত এই বন্দুকযুদ্ধ হয় বলে র্যাব-১২ এর অধিনায়ক আব্দুল আহাদ জানিয়েছেন।
তিনি বলেন, “বড় ধরনের মাদকের চালান লেনদেনের খবরে র্যাবের একটি দল সেখানে অভিযানে যায়। তখন মাদক ব্যবসায়ীরা র্যাবকে উদ্দেশ্য করে গুলিবর্ষিণ করে, আত্মরক্ষায় র্যাবও পাল্টা গুলি ছোড়ে।
“১০-১৫ গোলাগুলির পর প্রতিপক্ষ পিছু হটলে র্যাব সদস্যরা গিয়ে দেখেন একজন গুলিবিদ্ধ অবস্থায় পড়ে আছেন।”
তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান তিনি।
নিহত ব্যক্তির নাম আবুল কালাম আজাদ। তিনি এলাকায় ‘মাদক ব্যবসায়ী’ হিসেবে পরিচিত বলে দাবি করেছেন র্যাব কর্মকর্তা আহাদ।
আজাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।
কয়েকদিন ধরে বিভিন্ন জেলায় পুলিশের কথিত বন্দুকযুদ্ধে মাদক চক্রের চিহ্নিত কয়েকজন সদস্য নিহত হয়েছেন। শনিবার রাতে দেশের ছয় জেলায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে ছয়জন নিহত হন, তাদের চারজনই মাদক ব্যবসায়ী বলে পুলিশের ভাষ্য।
দেশ থেকে মাদক নির্মূলের প্রত্যয় জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোববার এক অনুষ্ঠানে বলেছেন, জঙ্গি দমনের মতো মাদক ব্যবসায়ী দমনে বিশেষ অভিযান শুরু হয়েছে।
Leave a Reply