অনলাইন ডেস্ক: টাঙ্গাইলের মির্জাপুরে গাজীপুর শিল্প পুলিশের এএসআই মামুনের স্ত্রী শিল্পী বেগমকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
এ ঘটনায় গুরুতর আহত মামুন কুমুদিনী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
সোমবার বিকেলে উপজেলার বাওয়ার কুমারজানী পূর্বপাড়ায় এ ঘটনা ঘটে।
ঘটনায় জড়িত সন্দেহে মামুনের বাবা আবুল কাশেম ও মা অফুজা বেগমকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গাজীপুর শিল্প পুলিশে কর্মরত পুলিশের এএসআই মামুন কয়েকদিন আগে ছুটিতে বাড়ি আসেন। সোমবার দুপুরে খাওয়ার পর তার কক্ষে ঘুমিয়ে পড়েন। বিকেল আনুমানিক সাড়ে চারটার দিকে দুর্বৃত্তরা তার কক্ষে ঢুকে তাকে এবং তার স্ত্রীকে কুপিয়ে গুরুতর আহত করে।
আশঙ্কাজনক অবস্থায় তাদেরকে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হলে সেখানে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে স্ত্রী শিল্পী বেগম মারা যান। মামুনের অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন কুমুদিনী হাসপাতালের চিকিৎসকরা।
মির্জাপুর থানার অফিসার ইনচার্জ এ কে এম মিজানুল হক বলেন, পারিবারিক বিরোধের জের ধরে মর্মান্তিক এই ঘটনাটি ঘটতে পারে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য মামুনের বাবা আবুল কাশেম ও মা অজুফা বেগমকে আটক করা হয়েছে।
Leave a Reply