জাবিতে আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগের হামলা, আহত ২০

জাবিতে আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগের হামলা, আহত ২০

জাবিতে আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগের হামলা, আহত ২০
জাবিতে আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগের হামলা, আহত ২০

ঢাকা- দুর্নীতির অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের পদত্যাগের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের এই হামলায় সাংবাদিক, ছাত্র-ছাত্রী ও শিক্ষকসহ প্রায় ২০ জন আহত হয়েছেন। গুরুতর আহতদের সাভারের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

মঙ্গলবার (৫ নভেম্বর) বেলা পৌনে ১২টার দিকে উপাচার্যের বাসভবনের সামনে এই হামলা চালায় ছাত্রলীগ। এসময় আন্দোলনরত শিক্ষকদেরও লাঞ্ছিত করেন ছাত্রলীগের নেতাকর্মীরা।

এ রিপোর্ট লেখার সময় দুপুর ১ টা পর্যন্ত আন্দোলনকারী শিক্ষকরা ভিসির বাসভবনের সামনে অবস্থান করছেন। তবে হামলার পর ঘটনাস্থল থেকে শিক্ষার্থীরা সরে গেছেন।

এর আগে গতকাল সোমবার সন্ধ্যা ৭টা থেকে উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের অপসারণের দাবিতে তার বাসভবনে অবরুদ্ধ করে রাখেন আন্দোলনকারী শিক্ষক-শিক্ষার্থীরা। তবে উপাচার্যপন্থী শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা অধ্যাপক ফারজানা ইসলামের পক্ষ নিয়ে ভবনের সামনে অবস্থান নেয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com