জনগন এক হয়ে অপরাধ প্রতিরোধ করি। নিজেদের দায়িত্ববোধ থেকে নিজেরা এগিয়ে আসি।

জনগন এক হয়ে অপরাধ প্রতিরোধ করি। নিজেদের দায়িত্ববোধ থেকে নিজেরা এগিয়ে আসি।

জনগন এক হয়ে অপরাধ প্রতিরোধ করি। নিজেদের দায়িত্ববোধ থেকে নিজেরা এগিয়ে আসি।

মোঃ সনজব আলীঃ শায়েস্তাগঞ্জ থানাধীন ব্রাহ্মণডোরা অপরাধ বিরোধী সভায় বক্তব্য রাখছেন মোঃ রবিউল ইসলাম পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার হবিগঞ্জ সদর সার্কেল হবিগঞ্জ, উপস্থিত ছিলেন অজয় চন্দ্র দেব অফিসার ইনচার্জ শায়েস্তাগঞ্জ থানা হবিগঞ্জ, থানাধীন ব্রাহ্মণডোরা ইউপিস্থ ৬নং বিট কার্যালয় প্রাঙ্গণে উপস্থিত হয়ে চুরি, ডাকাতি, দাঙ্গা, জঙ্গিবাদ, ইভটিজিং, বাল্য বিবাহ, নারী নির্যাতন, মাদকের কুফল এবং মোবাইলের অপব্যবহার ইত্যাদি সম্পর্কে

 বর্তমান সময়ে মানুষের মানবিক মূলবোধ হ্রাস পাওয়ার কারণে সমাজে বিভিন্ন ধরনের অপরাধ বৃদ্ধি পাচ্ছে। পারিবারিকভাবে মানুষকে ধর্মীয় ও নৈতিক শিক্ষায় শিক্ষিত না করার কারণে প্রত্যেকের মনে একটি দোষীমন তৈরী হয়, যার সায় পেয়ে মানুষ সহজেই অপরাধ কর্মকান্ড সংঘটন জড়িয়ে পড়ে । মাদকের করালগ্রাসে একটি ছেলে নিমিষেই হারিয়ে যায় তার জীবন সে আর কিছুই ভাবে না সে মরবে না অন্যজনকে মারবে তার মনে এই চিন্তা আসেনা সে তার চিন্তা আছে আমি নেশা করব । তার জন্য একটা যথেষ্ট সময়ের প্রয়োজন হয়। আর সেই সময়টা তারা পরিবার থেকে পেয়ে থাকে। অভিবাবদের বেখায়ালীপনা কারণে সন্তানেরা ধীরে ধীরে অন্ধকার জগতে পা বাড়াতে সুযোগ পায়। একটু সচেতন হলে অভিভাবক দের ছেলে মেয়ে কোথায় যায় কার সাথে মিশে কি করে একটু খোঁজখবর নিলে আপনাদের ছেলে মেয়ে ভবিষ্যৎ অনেক ভালো হয়ে যাবে এই চিন্তা মাথায় রেখে বাবা-মাকে একটু পরিশ্রম করতে হবে তা না হলে আপনার ছেলে বা মেয়ে নিমিষেই ধ্বংস হয়ে যাবে তার জীবন আপনি কল্পনাও করতে পারবেন না আপনার ছেলে দিন দিন মাদকের দিকে এগিয়ে যাচ্ছে অভিবাবকদের সচেতনতাই সন্তানদেরকে মাদক থেকে দূরে রাখার মূল মন্ত্র হিসেবে কাজ করতে পারে। তাছাড়া চুরি, ডাকাতি, দাঙ্গা, জঙ্গিবাদ, ইভটিজিং, বাল্য বিবাহ, নারী নির্যাতন এবং ধর্ষন প্রতিরোধের জন্য আমারা নিজ নিজ অবস্থান থেকে চেষ্টা করলে সহজেই একটি সুন্দর সমাজ গড়ে তুলতে পারি। তাই আসুন আমরা হাতে হাত মিলিয়ে পুলিশ-জনগন এক হয়ে অপরাধ প্রতিরোধ করি। নিজেদের দায়িত্ববোধ থেকে নিজেরা এগিয়ে আসি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com