আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, কারচুপির সুযোগ না পেয়ে নির্বাচনে হেরে নানা অভিযোগ করছে বিএনপি।
আজ বুধবার (৫ ফেব্রুয়ারি) সচিবালয়ে সমসাময়িক নানা বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ইভিএমএ কারচুপির কোনো সুযোগ নেই। জনগণ বিএনপির সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করেছে; যার প্রমাণ তাদের হরতাল কর্মসূচি।
এ সময় তিনি বিএনপিকে অভিযোগ না করে সংগঠনকে শক্তিশালী করার পরামর্শ দেন এবং মন্ত্রণালয়ের প্রকল্পগুলোর অগ্রগতি তুলে ধরেন। এছাড়া তিনি জানান, দুই মাসের মধ্যে করোনাভাইরাস পরিস্থিতি উন্নতি না ঘটলে চীনের সঙ্গে প্রকল্পগুলো ক্ষতিগ্রস্ত হতে পারে।
Leave a Reply