ছাত্রলীগ নিয়ে আর কোনো কথা বলতে চান না কাদের

ছাত্রলীগ নিয়ে আর কোনো কথা বলতে চান না কাদের

ছাত্রলীগ নিয়ে আর কোনো কথা বলতে চান না কাদের
ছাত্রলীগ নিয়ে আর কোনো কথা বলতে চান না কাদের

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) রাজধানীর বনানীতে সেতু ভবনে পদ্মাসেতুর রক্ষণাবেক্ষণে কোরিয়া এক্সপ্রেসওয়ে কর্পোরেশনের সঙ্গে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, আমি এ নিয়ে (ছাত্রলীগ) আর কোনো কথা বলবো না। কারণ আমাদের সভাপতি দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিষয়টি দেখছেন। এ নিয়ে আমার কোনো মন্তব্য নেই।

তিনি বলেন, ‘আমি একটা বিষয় বুঝি না, একটা ছাত্র সংগঠন নিয়ে এত লেখালেখি কী দেশের অন্য বিষয়ের চেয়ে বেশি প্রাধান্য পায়।’

রংপুর-৩ আসন আওয়ামী লীগ জাতীয় পার্টিকে ছেড়ে দিবে কি-না জানতে চাইলে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, রংপুরের আসনটি আসলে জোটের নিয়ম অনুযায়ী জাতীয় পার্টির ছিল, এরশাদ সাহেবের আসন মনোনীত। জোটগত সিট বণ্টনে এটা জাতীয় পার্টির ছিল। এখন জাতীয় পার্টি সংসদে বিরোধী দলের আসনে। এখন তারা স্বতন্ত্রভাবে নির্বাচনে আসলে আসতে পারে, সেটা তাদের ব্যাপার।

কাদের বলেন, আর যদি জোটগত ভাবে আমাদের কাছে আসনটি চায়, সেটা আমাদের দেয়া হোক। জোটে এ আসনটি আমাদের ছিল। তখন আমরা বিবেচনা করবো। এ মুহূর্তে আমাদের প্রার্থী আছে। যতক্ষণ না পর্যন্ত আলোচনা না হয়, ততক্ষণ পর্যন্ত কিছু বলা যাচ্ছে না। এ মুহূর্তে কোনো সিদ্ধান্ত আসেনি। তারাও কোনো আবেদন করেনি। তাই এ ব্যাপারে কিছু বলা যাচ্ছে না।

মহাসড়কের চাঁদাবাজির পাশাপাশি টোল আদায় বাড়তি ভোগান্তির কারণ হবে কি-না জানতে চাইলে মন্ত্রী বলেন, আগে যেতেন চার ঘণ্টায়, এখন যাচ্ছেন তিন ঘণ্টায়, সময় বাঁচবে এখানে লসের কোনো কারণ নেই। আর সমঝোতা স্বারক স্বাক্ষর হলো, এটা চুক্তি পর্যন্ত গড়াতে অনেক সময় লাগবে। এখনও টোলের বিষয়টি নির্ধারণই হয়নি। কাজেই এটা ডাবল কি ট্রিপল হবে কি করে এটা অনুমান করবো। টোল নির্ধারণের প্রাথমিক কোনো আলাপ আলোচনা পর্যন্ত হয়নি। কাজেই এ নিয়ে আগাম মন্তব্যের কোনো কারণ নেই।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com