সংবাদ শিরোনাম :
চাইলেই বার্সেলোনা ছাড়তে পারেন মেসি

চাইলেই বার্সেলোনা ছাড়তে পারেন মেসি

চাইলেই বার্সেলোনা ছাড়তে পারেন মেসি
চাইলেই বার্সেলোনা ছাড়তে পারেন মেসি

লা মাসিয়া অধ্যায় শেষে ২০০৪ সালে বার্সেলোনার মূল দলে অভিষেক হয় লিওনেল মেসির। সেই থেকে কাতালানদের প্রধান তারকা তিনি। দীর্ঘ ১৫ বছর ক্যাম্প ন্যু মাতিয়ে রেখেছেন আর্জেন্টাইন ফুটবল জাদুকর। মেসি যে অন্য ক্লাবে খেলবেন, এমনটা হয়তো কেউ স্বপ্নেও দেখে না।

তাতে কী! বার্সা ফরোয়ার্ড চাইলে অন্য ক্লাবেও খেলতে পারেন। এমনকি চাইলে যে কোনো মৌসুম শেষে ক্যাম্প ন্যু-ও ছাড়তে পারেন। বার্সার সঙ্গে চুক্তিতে যে তাই লেখা!

গোপন এই খবরটি ফাঁস করেছে এল পাইস। স্প্যানিশ গণমাধ্যমটি জানিয়েছে, মেসি চাইলে ৩০ জুন যে কোনো মৌসুম শেষে বার্সেলানা ছাড়তে পারবেন। ক্লাবের সঙ্গে এমন চুক্তিই হয়েছে তার।

২০০৫ সাল থেকে বার্সার সঙ্গে আটবার চুক্তি নবায়ন করেছেন মেসি। শেষবার করেছেন ২০১৭ সালে। যেখানে লেখা ছিল, ৩২ বছরে পা রাখলে ইচ্ছে অনুযায়ী মেসি ক্লাব ছাড়তে পারবেন।

সর্বশেষ চুক্তি অনুযায়ী ২০২১ সাল পযর্ন্ত বার্সায় থাকার কথা মেসির। গত জুনে ৩২ বছরে পদার্পণের জন্মদিন পালন করেছেন তিনি। সুতরাং চাইলেই চলতি মৌসুম শেষে ক্যাম্প ন্যু ছাড়তে পারবেন এলএমটেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com