ক্রাইম ডেস্কঃ চট্টগ্রামে তিন হাজার পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা নারীকে আটক করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। রবিবার (২০ জানুয়ারি) সকালে চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানাধীন মেরিনার্স রোড থেকে একজনকে এবং অন্যজনকে কোতোয়ালি থানাধীন স্টেশন রোড এলাকা থেকে আটক করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের (চট্টগ্রাম মেট্রো) উপ-পরিচালক শামীম আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন। আটক দুই রোহিঙ্গা নারীর কাছ থেকে তিন হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয় বলে তিনি জানান।
আটক দুই নারী হলেন- ফাতেমা বেগম (৩৭) ও তৈয়বা খাতুন (২৪)। তৈয়বা তার পরিবার নিয়ে টেকনাফের লেদা রোহিঙ্গা ক্যাম্পে থাকেন। অন্যজন ফাতেমা উখিয়া উপজেলার হোয়াইক্যং গ্রামে বসবাস করেন। দু’জনই ২০১৭ সালে কক্সবাজার সীমান্ত হয়ে বাংলাদেশে আসেন।
শামীম আহমেদ বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে তৈয়বা খাতুনকে মেরিনার্স সড়ক থেকে আটক করা হয়। পরে তাকে তল্লাশি করে আড়াই হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। ফাতেমাকে রেলস্টেশন রোড থেকে আটক করা হয়। তার কাছ থেকে ৫শ’ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। দু’জনের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।’
Leave a Reply