সংবাদ শিরোনাম :
১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে হবিগঞ্জে কর্মবিরতি অস্তিত্ব সংকটে পড়েছে হবিগঞ্জের অধিকাংশ নদ নদী শায়েস্তাগঞ্জে মালবাহী ট্রেনের নিচে কাটা পড়ে যুবকের মৃত্যু শ্রীমঙ্গলে ১০ কেজি গাঁজাসহ সুজাতপুরের যুবক আটক নতুন আঙ্গিকে ও নতুন সময়ে একুশে সংবাদ সিলেটি শিক্ষার্থীদের ইংল্যান্ডে পড়তে যেতে হলে যা জানতে হবে ড্রোন ধ্বংস করল ইরান, নিরাপদে আছে ইসফাহানের পারমাণবিক স্থাপনা হাফিজা-দিদার ফাউন্ডেশনের উদ্যোগে দরিদ্র অসহায় লোকের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ নবীগঞ্জে তাহসিন হত্যার প্রধান আসামী মান্না গ্রেফতার পৈলারকান্দির ফেরেঙ্গীটিলা গ্রামে ১৪৪ ধারা অমান্য করে জায়গা দখলের পায়তারা
গাড়ি থামিয়ে চা-নাস্তা খাওয়ায় টাঙ্গাইলে যানজট: কাদের

গাড়ি থামিয়ে চা-নাস্তা খাওয়ায় টাঙ্গাইলে যানজট: কাদের

গাড়ি থামিয়ে চা-নাস্তা খাওয়ায় টাঙ্গাইলে যানজট: কাদের
গাড়ি থামিয়ে চা-নাস্তা খাওয়ায় টাঙ্গাইলে যানজট: কাদের

ঢাকা- যাত্রীবাহী বাসের চালক ও তার সহকারীরা রাস্তার পাশে গাড়ি থামিয়ে চা-নাস্তা করায় ঈদযাত্রায় টাঙ্গাইলে কয়েক ঘণ্টা যানজট ছিল বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সোমবার (১০ জুন) সচিবালয়ে সড়ক পরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন।

এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘টাঙ্গাইলে কয়েক ঘণ্টা যানজট ছিল। রাস্তার পাশে গাড়ি দাঁড় করিয়ে দীর্ঘক্ষণ চালক, শ্রমিকরা খাওয়া-দাওয়ার মধ্যে ব্যস্ত ছিল। এ কারণে টাঙ্গাইলে বড় যানজট তৈরি হয়। এছাড়া আর তেমন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।’

মন্ত্রী বলেন, ‘এবার ঈদে সড়কে দুর্ঘটনার চেয়ে মৃত্যুর হার বেশি ছিল। মহাসড়কে ছোট যানবাহনগুলো চলাচলের কারণে এসব দুর্ঘটনা ঘটেছে। এই যানবচাহনগুলোর চলাচল বন্ধে সবার সহযোগিতা প্রয়োজন। এবার সারাদেশে পরিবহনগুলোতে বেশি ভাড়াসহ বিভিন্ন অপরাধে ৫৫টি মামলা দায়ের করা হয়েছে এবং পাঁচ লাখ ৭০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।’

আগামী এক মাসের মধ্যে রাইড শেয়ারিং নীতিমালা অনুমোদন করা হবে বলে জানিয়েছেন সেতুমন্ত্রী।

সড়ক পরিবহন আইন কার্যকর হচ্ছে না কেন, সরকার কি পরিবহন শ্রমিকদের কাছে জিম্মি? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী বলেন, ‘পরিবহন শ্রমিকদের কাছে সরকার জিম্মি নয়। তাদের আন্দোলনের কারণেই সড়ক পরিবহন আইনটি কার্যকর করা যায়নি। আন্দোলনের সময় তারা ছিল ঐক্যবদ্ধ। সরকারের পক্ষ থেকে বিভিন্ন আলোচনা করে এই আইনটি কার্যকর করার উদ্যোগ নেওয়া হলেও তা করা যায়নি।’

আপনারা তো বিরোধী দলের আন্দোলন দমিয়ে দিয়েছেন, শ্রমিকদের আন্দোলন থামাতে পারলেন না কেন? এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘সবকিছু ডান্ডা মেরে ঠান্ডা করা যায় না। আমরা এই আইনটি সমন্বয় করে পুনরায় সংসদে পাস করার উদ্যোগ নিয়েছি।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com