বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ‘অভ্যন্তরীণ রক্তক্ষরণ’ হয়েছে বলে জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। গতকাল মঙ্গলবার ডা. জাফরুল্লাহ চৌধুরী গুরুতর অসুস্থ খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে দেখে এসে আজ বুধবার সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান।
ধানমন্ডিতে গণস্বাস্থ্য নগর হাসপাতালের বীরউত্তম মেজর হায়দার মিলনায়তনে খালেদা জিয়ার জামিনে মুক্তি ও সুচিকিৎসা বিষয়ে নাগরিক এ সংবাদ সম্মেলনে ডা. জাফরুল্লাহ বলেন, ‘আমি গতকাল এভারকেয়ার হাসপাতালে গিয়ে বেগম খালেদা জিয়াকে দেখে এসেছি। যা দেখেছি, সম্প্রতি এত মর্মান্তিক ঘটনা আমি দেখিনি। খালেদা জিয়া কতক্ষণ, কয় দিন, কয় মিনিট বাঁচবেন তা আমি বলতে পারব না। এটা বলতে পারি উনি ক্রান্তিকালে আছেন, ওনাকে হত্যা করা হচ্ছে।’
এ সময় তিনি আরও বলেন, ‘বিলেতে এ ধরনের রোগের চিকিৎসা আমিও করেছি। আমাদের শরীরে দুটি বিশেষ রক্তনালী আছে। খালেদা জিয়ার মুখ ও পায়খানার রাস্তা দিয়ে রক্তপাত হয়েছে। ওনার ব্লাড প্রেসার নামতে নামতে ১০০ এর নিচে নেমে গেছে। ওনাকে রক্ত দিতে হয়েছে। ওনাকে রক্ত দিয়ে বাঁচিয়ে রাখা হয়েছে। রাত ৩টা পর্যন্ত চিকিৎসকরা চেষ্টা করেছেন।’
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, ভাসানী অনুসারী পরিষদের মহাসচিব শেখ রফিকুল ইসলাম বাবলু, মুক্তিযোদ্ধা নঈম জাহাঙ্গীর ও রাষ্ট্র সংস্কার আন্দোলনের সদস্য অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম।
Leave a Reply