কোরআন থেকে উপকৃত হওয়ার শর্ত

কোরআন থেকে উপকৃত হওয়ার শর্ত

http://lokaloy24.com/

►  যখন তুমি কোরআন থেকে উপকৃত হতে চাইবে, তিলাওয়াতের সময় তোমার কান ও অন্তরকে একত্র করো।

►  কান লাগিয়ে শোনো।

►  এমন সম্বোধিত ব্যক্তির মতো নিবিষ্টচিত্তে শোনো, যার সঙ্গে স্বয়ং রাব্বুল আলামিন কথা বলছেন।

►  কেননা কোরআন রাসুলের জবানে তোমার প্রতি তোমার রবের উপদেশ।

ইরশাদ হয়েছে, ‘এতে (এই কোরআনে) আছে উপদেশ তার জন্য, যার অন্তর আছে। অথবা যে শোনে নিবিষ্টচিত্তে। ’

 

(সুরা কাফ, আয়াত : ৩৭)

সূত্র : আল-ফাওয়ায়েদ, পৃষ্ঠা ৬

সংগ্রহ : কাসেম শরীফ

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com