সংবাদ শিরোনাম :
কাল থেকে জরুরি কারণ ছাড়া বের হলেই কঠোর শাস্তি

কাল থেকে জরুরি কারণ ছাড়া বের হলেই কঠোর শাস্তি

http://lokaloy24.com

আগামীকাল ১ জুলাই বৃহস্পতিবার হতে এক সপ্তাহের লকডাউনের সময় কেউ জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে গেলে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে বলে সরকার হুঁশিয়ারি দিয়েছে।

সারাদেশে করোনাভাইরাসের সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়তে থাকায় সরকার এই কঠোর লকডাউন জারির সিদ্ধান্ত আগেই ঘোষণা করেছিল।

১ জুলাই ভোর ৬টা হতে এই লকডাউন কার্যকর হবে। এসসময় কেবল জরুরি পরিষেবার সাথে যুক্ত মানুষ ছাড়া আর কেউ ঘরের বাইরে গেলে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে বলে মঙ্গলবার রাতে সরকারের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এতে বলা হয়েছে, লকডাউনের সময় বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং যানবাহন চলাচল পুরোপুরি বন্ধ রাখাসহ যেসব সিদ্ধান্ত নেয়া হয়েছে, সেগুলো সরকার কার্যকর করবে। তবে বিধিনিষেধ ও নিষেধাজ্ঞা সম্পর্কিত বিস্তারিত তথ্য বুধবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রকাশ করা হবে।

লকডাউনের সময় সবাইকে মাস্ক পরা এবং অন্যান্য স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের সর্বশেষ তথ্যে দেখা যাচ্ছে, বাংলাদেশে করোনাভাইরাস পরিস্থিতির কোন উন্নতি হয়নি।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সর্বশেষ ২৪ ঘণ্টায় মারা গেছেন আরো ১১২ জন। এ নিয়ে দেশটিতে কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে সর্বমোট ১৪ হাজার ৩৮৮ জন মারা গেলেন।

সর্বশেষ তথ্য অনুযায়ী, খুলনা বিভাগেই সবচেয়ে বেশি মানুষ মারা গেছে।

রাজধানী ঢাকার হাসপাতালগুলোতে কোভিড রোগীর সংখ্যা ১০ শতাংশ থেকে ১৫ শতাংশ হারে বাড়ছে বলে জানা যাচ্ছে।

চিকিৎসকরা বলেছেন, এই হারে রোগী বাড়তে থাকলে চিকিৎসা সেবা আবার ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে।
সূত্র : বিবিসি


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com