সংবাদ শিরোনাম :
কামরুলই সরকারকে বেকায়দায় ফেলেছে: আ’লীগ নেতা রমেশ

কামরুলই সরকারকে বেকায়দায় ফেলেছে: আ’লীগ নেতা রমেশ

কামরুলই সরকারকে বেকায়দায় ফেলেছে: আ’লীগ নেতা রমেশ
কামরুলই সরকারকে বেকায়দায় ফেলেছে: আ’লীগ নেতা রমেশ

ঠাকুরগাঁও- ‘সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামই সরকারকে বেকায়দায় ফেলেছে’ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন।

তিনি বলেছেন, সাবেক খাদ্যমন্ত্রী বিদেশ থেকে প্রচুর চাল আমদানি করায় সরকার বিপদে পড়েছে।

বুধবার (২২ মে) বিকালে ঠাকুরগাঁওয়ে সরকারি ক্রয় কেন্দ্রে ধান ও গম সংগ্রহ অভিযান শেষে তিনি সাংবাদিকদের একথা বলেন।

আওয়ামী লীগের এ প্রেসিডিয়াম সদস্য বলেন, ‘অল্প পরিমাণ বরাদ্দ পাওয়ায় এই প্রক্রিয়া অবলম্বন করা হয়েছে। দেশে ধানের বাম্পার ফলন হয়েছে। উপরন্তু সাবেক খাদ্যমন্ত্রী থাইল্যান্ড ও ভারত থেকে প্রচুর চাল আমদানি করেন। এর ফলে সরকার বেকায়দায় পড়েছে।’

তিনি বলেন, দেশে ২৪ লাখ মেট্রিকটন খাদ্যশস্য মজুদ রয়েছে। তার পরেও চাল আমদানি করা হচ্ছে। জায়গার অভাবে চাহিদা মতো ধানচাল কেনা সম্ভব হচ্ছে না।

এ সময় কৃষকদের উদ্দেশে আওয়ামী লীগের এই বর্ষীয়ান নেতা বলেন, কৃষকরা ধান ঘরে রেখে দেন। আগামী বছর ধানের ভালো দাম পাবেন।

এতে উপস্থিত ছিলেন জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. বাবুল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক নুর কুতুবুল আলম, সদর উপজেলা চেয়ারম্যান অরুনাংশু দত্ত টিটো, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন, উপজেলা কৃষি কর্মকর্তা আনিসুর রহমান প্রমুখ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com