কর্মচারীদের ১২৬০ গাড়ি, ৪০০ ফ্লাট উপহার

কর্মচারীদের ১২৬০ গাড়ি, ৪০০ ফ্লাট উপহার

আন্তর্জাতিক ডেস্ক: হিন্দুদের ধর্মীয় উৎসব দীপাবলি উপলক্ষে ভারতের সুরাটভিত্তিক একটি ডায়মন্ড কোম্পানি তাদের ১৭১৬ জন কর্মচারীকে ১২৬০টি কার এবং ৪০০টি ফ্লাট উপহার দিয়েছে।

 

সুরাটের বিলিয়নার সবজি কাকা নামের এক ব্যক্তির ‘হরে কৃষ্ণ’ কোম্পানি ২০০৯ সাল থেকে দীপাবলির দিনে এই রকম প্রণোদনার আয়োজন করে আসছে। সবজি কাকা এনডিটিভিকে বলেন, ‘কর্মচরীরা আমার প্রতিষ্ঠানের প্রাণ। তাদের জন্যই এতকিছু। তাই তাদের জন্য কিছু করতে পারলে প্রশান্তি পাই।’

তিনি বলেন, ‘এবছর সবচেয়ে ভালো কাজ করেছেন এমন ১৭১৬ জনকে উপহার দিয়েছি। এক্ষেত্রে যাদের গাড়ি নেই তাদের গাড়ি দিয়েছি। আর যাদের বাড়ি নেই তাদের বাড়ি উপহার দিয়েছি।’

1200 car

এই বোনাসের আয়োজন করতে হরে কৃষ্ণ কোম্পানির এবার ৭১ কোটি রুপি খরচ হয়েছে। গত বছরও প্রতিষ্ঠানটি ৪৯১টি গাড়ি এবং ২০০টি ফ্লাট উপহার দিয়েছিল। সবজি কাকার এই প্রতিষ্ঠানে সাড়ে পাঁচ হাজার শ্রমিক রয়েছে। যাদের বছরে ছয় হাজার কোটি রুপি বেতন পরিশোধ করতে হয়।

কর্মচারীবান্ধব এই ব্যবসায়ী বলেন, ‘আমরা সবাই একটি পরিবারের মত। এখানে কোনো মালিক আর অধস্তন বলতে কিছু নেই, সবাই একই দ্বীপের বাসিন্দা।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com