করোনার পর আমেরিকার সামনে আরেক ‘শত্রু’

করোনার পর আমেরিকার সামনে আরেক ‘শত্রু’

lokaloy24.com

লোকালয় ডেস্কঃ  করোনাভাইরাসের থাবায় বিপর্যস্ত হয়ে পড়েছে ক্ষমতাধর রাষ্ট্র আমেরিকা। ‘অদৃশ শত্রু’ করোনার সঙ্গে আমেরিকার যুদ্ধ চলছেই। এর মধ্যেই দৃশ্যমান এক প্রাকৃতিক শক্তির মোকাবেলা নিয়ে শঙ্কিত দেশটি। সেটি হচ্ছে, ভিমরুল, যা ‘মার্ডার (কিলার) ভিমরুল’ হিসেবে পরিচিত।

বিবিসির প্রতিবেদন থেকে জানা গেছে, করোনার মধ্যেই দেশটির ওয়াশিংটনে এশিয়ান জায়ান্ট হরনেটস (মার্ডার ভিমরুল) এর দেখা পাওয়া গেছে।  এর ফলে দেশটির বিজ্ঞানীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এই ভিমরুল পূর্ব এশিয়ার নাতিশীতোষ্ণ এবং গ্রীষ্মমণ্ডলীয় জলবায়ুতে বাস করে, যেখানে এগুলোর আক্রমণে প্রতি বছর বেশ কিছু মানুষের মৃত্যু হয়।

পাঁচ সেন্টিমিটার আয়তনের এই ভিমরুল মানুষের জন্য ভীষণ বিপজ্জনক।  এর বিষাক্ত হুল ফুটালে মানুষের মৃত্যু পর্যন্ত হয়।  এছাড়া এরা মৌমাছিকে ধ্বংস করে। মৌমাছিকে ধরে নিয়ে গিয়ে এরা বাচ্চাদের খাওয়ায়।

এই কিলার ভিমরুল নিয়ে ভীষণ চিন্তায় পড়ে গেছেন যুক্তরাষ্ট্রের বিজ্ঞানীরা। প্রাকৃতিক এই শত্রু আমেরিকাজুড়ে ছড়িয়ে পড়ার আগেই এদের প্রতিহত করার উপায় খুঁজছেন তারা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com