সংবাদ শিরোনাম :
কঙ্গোয়তে বিদ্রোহী-সেনাবাহিনী লড়াই, নিহত ৪৩

কঙ্গোয়তে বিদ্রোহী-সেনাবাহিনী লড়াই, নিহত ৪৩

lokaloy24.com

লোকালয় ডেস্কঃ  আফ্রিকার দেশ ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোর (ডিআরসি) পূর্বাঞ্চলে সেনাবাহিনীর সঙ্গে বিদ্রোহীদের লড়াইয়ে অন্তত ৪৩ জন নিহত হয়েছেন।

সোমবার দেশটির এক আঞ্চলিক কর্মকর্তা ফরাসি বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, গত শুক্রবার বিদ্রোহীরা বন্দুক ও ছুরি নিয়ে হামলা চালিয়ে ২১ বেসামরিক নাগরিককে হত্যা করলে এই লড়াই শুরু হয়।

ডিআরসি’র ইতুরি প্রদেশের উর্ধ্বতন আঞ্চলিক কর্মকর্তা গিলবার্ট তেসলে জানিয়েছেন, গত শুক্রবার মাগাই এলাকায় হামলা চালিয়ে বিদ্রোহীরা ২১ বেসামরিক নাগরিককে হত্যা করে। পরে তাদের হটিয়ে দিতে সেনাবাহিনী অভিযান শুরু করে। রোববার এই লড়াই পার্শ্ববর্তী দুজুগো এলাকায় ছড়িয়ে পড়ে।

উগান্ডার তৎকালীন প্রেসিডেন্ট ইয়োরি মুসেভেনির শাসনের বিরোধিতা করে জন্ম হয় এডিএফ’র। তবে ১৯৯৫ সালের পর গোষ্ঠীটি ডিআরসিতে ঢুকে পড়ে সেখানেই ঘাঁটি গড়ে তোলে। উগান্ডার অভ্যন্তরে বহু বছর ধরেই কোনো হামলা চালায় নি গোষ্ঠীটি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com