এনআইডি দিয়ে টিকেট বিক্রির কাউন্টার ফটকে নোটিশ-নিয়ম চালু নেই বলেন স্টেশনমাস্টার

এনআইডি দিয়ে টিকেট বিক্রির কাউন্টার ফটকে নোটিশ-নিয়ম চালু নেই বলেন স্টেশনমাস্টার

এনআইডি দিয়ে টিকেট বিক্রির কাউন্টার ফটকে নোটিশ-নিয়ম চালু নেই বলেন স্টেশনমাস্টার
এনআইডি দিয়ে টিকেট বিক্রির কাউন্টার ফটকে নোটিশ-নিয়ম চালু নেই বলেন স্টেশনমাস্টার

নুর উদ্দিন সুমন: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে পরিচয়পত্র দিয়ে ট্রেনের টিকেট বিক্রির জন্য কাউন্টার ফটকে নোটিশ লাগোনো রয়েছে তবে নিয়ম চালু নেই এবং কে লাগিয়েছে বুকিং ফটকে নোটিশ বলতে পারছেন না স্টেশনমাস্টার। হবিগঞ্জ জেলার একমাত্র বড় স্টেশন শায়েস্তাগঞ্জ রেলওয়ে। সেখান থেকে প্রতিদিন জেলার নানা শ্রেণি পেশার মানুষ টিকেট সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে যাতায়াত করছেন। কিন্তু যাত্রীসাধারণ সঠিক নিয়মে টিকেট পাচ্ছেনা। অভিযোগ উঠেছে ভোটার আইডির মাধ্যমে টিকেট বিক্রি না করায় কালোবাজারীরা অধিকাংশ টিকেট ব্লাকে নিয়ে চড়াদামে বিক্রি করছে। এতে জড়িত কিছু অসাধু কর্মকর্তা। এক ভুক্তভোগী মোর্শেদ তিনি বলেন জাতীয় পরিচয় দিয়ে রেজিস্ট্রেশন করতে ফটকে লিখা ঠিকই কিন্তু টিকেট দেয়া হয় অবৈধ উপায়ে আমরা টিকেট কাউন্টারে পাইনা সব টিকেট চলে যায় দালাল চক্রের হাতে। এতে করে যাত্রীসাধারণ টিকেট থেকে বি ত। এদিকে রেলওয়ে কর্তৃপক্ষ বলছে
এনআইডি দিয়ে রেজিস্ট্রেশনের পর টিকেট বুকিং এর নিয়ম শুধু ভিআইপি যাত্রীদের ক্ষেত্রে জানিয়েছন ক্রিকেট বুকিং সহকারী মইনুল ইসলাম কিন্তু তিনি গত দুই মাসে কতটা টিকেট এনআইডি দিয়ে বিক্রি করেছেন তিনি বলতে পারেননি। এনিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে। উক্ত নিয়ম চালু নেই বললেন স্টেশনমাস্টার মোঃ সাইফুল ইসলাম। লোক দেখানো বুকিং কাউন্টারে নোটিশ। নিয়ম চালু নেই তাহলে কেন নোটিশ লাগানো হয়েছে এবিষয়ে জানতে চাইলে তিনি এর সঠিক উত্তর দিতে পারেন নি এবং নোটিশের বিষয়ে তিনি জানেন না অতচ বুকিং কাউন্টার ফটকেই রয়েছে নোটিশ , সুত্র রেল কর্তৃপক্ষের এমন পদক্ষেপের প্রেক্ষিতে ভ্রমণের জন্য ট্রেনের অগ্রীম টিকিট এনআইডি দেখিয়ে রেজিস্ট্রেশনের মাধ্যমে টিকেট বিক্রির নিয়ম চালু করে কিন্তু চালু হয়নি শায়েস্তাগঞ্জে। এ নিয়ম অনেক আগে থেকেই এই রেজিস্ট্রেশনের পদ্ধতি চালু রয়েছে কিন্তু চালু নেই শায়েস্তাগঞ্জ জংশনে। উল্লেখ্য, ই-টিকেট সংগ্রহের ক্ষেত্রে নিজস্ব আইডিতে সংগৃহীত টিকিটের প্রিন্ট কপি ছবিসহ পরিচয় পত্র বাধ্যতামূলক। জরুরি পরিস্থিতিতে অন্যজনের আইডি দি‌য়ে ট্রেনের টিকেট সংগ্রহ করা নিয়ম থাকলেও, ট্রেন ছাড়ার পূর্বে অবশ্যই নিজের এনআইডি প্রদর্শনপূর্বক আসল টিকেট সংগ্রহ করতে হবে। এছাড়াও, শুধুমাত্র যাত্রীর মোবাইল ফোনের এসএমএস দেখিয়ে ট্রেনের টিকেট পাওয়া যাবেনা বলেও রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com