উত্তরাঞ্চল থেকে ‘মঙ্গা’ শব্দটি বিদায় নিয়েছে: প্রধানমন্ত্রী

উত্তরাঞ্চল থেকে ‘মঙ্গা’ শব্দটি বিদায় নিয়েছে: প্রধানমন্ত্রী

উত্তরাঞ্চল থেকে ‘মঙ্গা’ শব্দটি বিদায় নিয়েছে: প্রধানমন্ত্রী
উত্তরাঞ্চল থেকে ‘মঙ্গা’ শব্দটি বিদায় নিয়েছে: প্রধানমন্ত্রী

ঢাকা- এখন উত্তর অঞ্চল আর অবহেলিত নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘সরকারের সমন্বিত উন্নয়ন পরিকল্পনার ফলে উত্তরাঞ্চল থেকে মঙ্গা শব্দটি বিদায় নিয়েছে।’

আজ বুধবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কুড়িগ্রাম-ঢাকা-কুড়িগ্রাম রুটে আন্তঃনগর ট্রেন ‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ উদ্বোধন এবং ‘রংপুর’ ও ‘লালমনি’ এক্সপ্রেস এর নতুন বগি সংযোজন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

এ সময় প্রধানমন্ত্রী বলেন, ‘লাভজনক নয় বলে যারা রেলকে বন্ধ করে দিতে চেয়েছিল আমরা আজ তাদের দেখাতে চাই, রেল একটি সম্ভাবনাময় লাভজনক খাত।’

তিনি বলেন, ‘রেলসহ সম্ভাবনাময় লাভজনক শিল্পখাতগুলো বন্ধ করার নীতি নিয়ে রাষ্ট্র পরিচালনা করেছে বিএনপি সরকার।’

তিনি বলেন,‘পাকিস্তানিদের ধ্বংস করে দিয়ে যাওয়া রেলপথগুলো পুনরায় চালুর উদ্যোগ নিয়েছে সরকার।’ সারা দেশকে রেল নেটওয়ার্কের আওতায় আনার পরিকল্পনার কথাও জানান প্রধানমন্ত্রী।

রেল যোগাযোগের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে জানিয়ে সরকারপ্রধান বলেন, ‘যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হলেই একটি দেশের উন্নয়ন হয়। তাই সড়ক যোগাযোগের পাশাপাশি রেলের ওপর গুরুত্ব দিয়েছে সরকার।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com