আসছে বিশ্বের সবচেয়ে বেশী এনার্জেটিক স্মার্টফোন, এক চার্জেই ৫০দিন!

আসছে বিশ্বের সবচেয়ে বেশী এনার্জেটিক স্মার্টফোন, এক চার্জেই ৫০দিন!

আসছে বিশ্বের সবচেয়ে বেশী এনার্জেটিক স্মার্টফোন, এক চার্জেই ৫০দিন!
আসছে বিশ্বের সবচেয়ে বেশী এনার্জেটিক স্মার্টফোন, এক চার্জেই ৫০দিন!

প্রযুক্তি ডেস্ক : এমএএইচ ক্ষমতাসম্পন্ন ব্যাটারির স্মার্টফোন বাজারে আনছে ‘এনার্জাইজার’ নামে এক প্রযুক্তি প্রতিষ্ঠান। ১৮ হাজার এমএএইচ ব্যাটারি ছাড়াও এই স্মার্টফোনে থাকছে ৬.২ ইঞ্চি এলসিডি ডিসপ্লে, সেলফির জন্য পপ-আপ ডুয়াল ক্যামেরা। এছাড়াও তিনটি রিয়ার ক্যামেরা আছে এতে। এবং অ্যান্ড্রয়েডের আপডেটেড ৯ পাই সংস্করণ। এতে থাকছে ৬জিবি র‌্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ।

ফরাসি কোম্পানি এনার্জাইজার এর পক্ষ থেকে দাবি করা হয়েছে, একবার চার্জ দিলে গোটা সপ্তাহ দৌড়াবে এই স্মার্টফোন। স্টান্ডবাই থাকবে ৫০দিন! একনাগাড়ে ৪৮ ঘণ্টা ভিডিও স্ট্রিম করা যাবে এনার্জাইজার ম্যাক্স পি১৮কে পপ স্মার্টফোনে।

একবার চার্জ দিলে এক সপ্তাহ নিশ্চিন্তে থাকা গেলেও, ফুল চার্জে মোট ৮ ঘণ্টা লাগবে বলেও জানিয়েছে সংস্থাটি। চলতি বছরেই বাজারে আসবে স্মার্টফোনটি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com