অভিনেত্রী মৌসুমী হামিদ নাকি বলেছেন, তিনি প্রযোজকের সঙ্গে ফারিয়া শাহরিনকে দেখেছেন। ফারিয়া শাহরিন নিজেই ফেসবুকে এ তথ্য দিয়েছেন। এ নিয়ে মৌসুমীর সঙ্গে সরাসরি কথা বলেছেন ফারিয়া। সেখানে তিনি মৌসুমীর কাছে জানতে চেয়েছেন, তিনি কেন এটা করেছেন? মৌসুমী হামিদের সঙ্গে কথাবার্তার স্ক্রিনশটও তিনি ফেসবুকে প্রকাশ করে দিয়েছেন।
তাতে দেখা যায়, ফারিয়ার উত্তরে মৌসুমী বলেন, ‘তোমার একের পর এক বিবৃতিতে আমরা যারা ভালোভাবে কাজ করি তাদের জবাবদিহি করতে হয়। তোমার বক্তব্যের অর্থ দাঁড়ায় আমরা যারা নিয়মিত কাজ করি তারা খারাপ। তোমার পরিবারের সামর্থ্য আছে তুমি কাজ ছেড়ে দিয়ে বিদেশ পড়ো। সবাই এই সামর্থ্য নেই…’
মৌসুমীর সঙ্গে আলাপের প্রমাণস্বরূপ তিনটি ছবির সঙ্গে ফেসবুকে ফারিয়া শাহরিন লিখেছেন, আমার সঙ্গে মৌসুমী হামিদের কথোপকোথন। যে কী না এক লাইভে মন্তব্য করেছেন আমাকে নিয়ে যে আমাকে কোনো প্রযোজকের সাথে গ্লোরিয়া জিন্সসে বসে থাকতে দেখেছেন। যেটা আমার ভক্তরা পাঠাইসে। মিডিয়ার মানুষের কাছে ভালো সাজার জন্য আমার নিউজের রেশ ধরে আমার ওপর রাগ ঝাড়ার জন্য যিনি মন্তব্যটা করেছেন।
আমি কিন্তু নির্দিষ্ট কাউকে বলি নাই। আমার বাজে অভিজ্ঞতা সবাইকে শেয়ার করেছিলাম। কিন্তু তার জন্য আমাকে আমার ছবির নারী পরিচালকের সাথে দেখে উনি মন্তব্য করলেন???
ভালোই। আপনারা অনেকে এই তার মন্তব্য নিয়ে আমাকে নোংরা কথা বলেছেন। আপনারাই তো শ্রেষ্ঠ বিচারক, আপনারাই বিচার করবেন।
তাকে বিষয়টি খোলাসা করতে বলেছিলাম। তাই অগত্যা….
(ফেসবুক থেকে সংগৃহীত)
Leave a Reply