আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্র থেকে ফিরলেন ৩ নভোচারী

আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্র থেকে ফিরলেন ৩ নভোচারী

আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্র থেকে ফিরলেন ৩ নভোচারী
আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্র থেকে ফিরলেন ৩ নভোচারী

লোকালয় ডেস্কঃ আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে ছয় মাসেরও বেশি সময় থাকার পর নিরাপদে পৃথিবীতে ফিরেছেন তিন নভোচারী।

তারা হলেন- নাসার সেরেনা অ্যানন-চ্যান্সেলর, রাশিয়ার সের্গেই প্রোকোপিয়েভ এবং ইউরোপীয় মহাকাশ সংস্থার ও জার্মানির নভোচারী আলেকজান্ডার গার্স্ট।

ওই তিন নভোচারী রাশিয়ার সোয়ুজ ক্যাপসুলে করে তুষার আচ্ছাদিত কাজাখাস্তানে অবতরণ করেন। ২০ ডিসেম্বর, বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ১১টা ২ মিনিটে ভূপৃষ্ট স্পর্শ করেন যা নির্ধারিত সময়সূচির চেয়ে এক মিনিট আগে ছিল।

পৃথিবীতে অবতরণের পর তাদের শরীর ভালো আছে বলে জানান নভোচারীরা। অবতরণস্থল থেকে হেলিকপ্টারযোগে উদ্ধারকারী দল তাদের রাশিয়ায় নিয়ে যান।

উদ্ধারকর্মীরা নভোচারীদের ক্যাপসুল থেকে নামিয়ে প্রাথমিক চিকিৎসা ও পরীক্ষা-নিরীক্ষা করেন। নিজ নিজ দেশে যাওয়ার করার আগে তাদের আরও বিশদভাবে পরীক্ষা-নিরীক্ষা করা হবে।

তিন নভোচারী মহাকাশে ১৯৭ দিন অতিবাহিত করেছেন। এটি অ্যানন-চ্যান্সেলর এবং প্রোকোপিয়েভের কাছে প্রথম মহাকাশ অভিযান ছিল, তবে গার্স্টের কাছে এটি দ্বিতীয় অভিযান ছিল। তিনি কক্ষপথে মোট ৩৬২ দিন ভ্রমণ করেছেন।

এর আগে চলতি মাসের শুরুতে নাসার নভোচারী অ্যানি ম্যাকক্লেন, রাশিয়ান ওলেগ কোনোনেঙ্কো এবং কানাডার মহাকাশ সংস্থার ডেভিড সেন্ট-জ্যাকস মহাকাশ কেন্দ্রে পৌঁছেছেন। আগামী জুন পর্যন্ত তাদের কক্ষপথে থাকার কথা রয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com