সংবাদ শিরোনাম :
আজ থেকে চালু হচ্ছে মালবাহী ট্রেন

আজ থেকে চালু হচ্ছে মালবাহী ট্রেন

lokaloy24.com

লোকালয় ডেস্কঃ  বৃহস্পতিবার থেকে মালবাহী ট্রেন চালু হচ্ছে বলে জানিয়েছেন রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজন।

তিনি বলেন, ব্যবসায়ীদের প্রতিদিনই খাদ্যদ্রব্য, শাক-সবজি, ধান ইত্যাদি বিভিন্ন জেলায় পণ্যবাহী পরিবহনে পাঠাতে হয়। এজন্য মালবাহী ট্রেন চলাচলের চিন্তাধারা করা হচ্ছে। ব্যবসায়ীরা চাইলে বৃহস্পতিবার থেকেই এসব ট্রেন চালু করা হবে।

তবে যাত্রীবাহী ট্রেন এখনই চলাচল শুরুর কোনো সিদ্ধান্ত হয়নি। সরকারের সঙ্কেত পেলে যাত্রীবাহী ট্রেনও চালু করা হবে বলে জানান রেলপথমন্ত্রী।

বুধবার গণমাধ্যমকে তিনি এ তথ্য জানিয়েছেন।

করোনাভাইরাসের সংক্রমিত কোভিড-১৯ ঠেকাতে এক মাস বন্ধ রয়েছে ট্রেন চলাচল। গত ২৬ মার্চ সরকার সাধারণ ছুটি ঘোষণা করে লকডাউনে যাওয়ার আগেই যাত্রীবাহী ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ করা হয়েছিল। এরপর দুই দফায় বেড়ে সাধারণ ছুটি ৫ মে পর্যন্ত বেড়েছে। এই সময় থেকে গণপরিবন বন্ধ রয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com