আজমিরীগঞ্জ জলসূখায় বাল্যবিবাহ প্রতিরোধে মোবাইল কোর্টের জরিমানা।

আজমিরীগঞ্জ জলসূখায় বাল্যবিবাহ প্রতিরোধে মোবাইল কোর্টের জরিমানা।

আজমিরীগঞ্জ জলসূখায় বাল্যবিবাহ প্রতিরোধে মোবাইল কোর্টের জরিমানাঃ

আজমিরীগঞ্জ পতিনিথিঃ আজমিরীগঞ্জ জলসুখায় অপ্রাপ্তবয়স্ক ছেলে-মেয়েকে বিয়ে দেয়ার প্রস্তুতি গ্রহণকালে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মতিউর রহমান খানের এর পরিচালিত মোবাইল কোর্টের মাধ্যমে বিয়ের অনুষ্ঠানে ভেঙ্গে দেয়া হয়। সেই সাথে এ অনুষ্ঠান আয়োজন করায়-

১) আব্দুল মুহিত, পিতা আব্দুল মনাফ, সাং জলসুখা, আজমিরীগঞ্জ

২) শহীদুল ইসলাম, পিতা মৃত তৈয়বুর আলী, সাং বিরাট, আজমিরীগঞ্জ কে বাল্য বিবাহ নিরোধ আইন, ২০১৭ অনুসারে মোট ৭,০০০/= (সাত হাজার টাকা) অর্থদন্ড প্রদান করা হয়। ভবিষ্যতে তারা বাল্যবিবাহ সংঘটনে জড়িত থাকবেন না মর্মে মুচলেকা প্রদান করেন।

অভিযানে এএস আই মহসিন এর নেতৃত্বে আজমিরীগঞ্জ থানা পুলিশের একটি দল সহযোগিতা করে।

বাল্যবিবাহ রোধে প্রশাসনের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com