স্টাফ রিপোর্টার : হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জে একটি ব্রিজের মাঝে গর্ত হয়ে রড বের হয়ে গেছে। ফলে অনেকটা ঝুঁকি নিয়েই ব্রিজটি দিয়ে যাতায়াত করছেন পথচারীরা। এ বিষয়ে কর্তৃপক্ষকে জানানো হলেও তারা ব্রিজটি মেরামতের এখনো কোনো উদ্যোগ নেয়নি বলে অভিযোগ স্থানীয়দের। আজমিরীগঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের আজিমনগর মুন্সিহাটি গ্রামের প্রবেশমুখের একটি খালের উপর প্রায় ৪০ বছর আগে ব্রিজটি নির্মাণ করা হয়। ব্রিজটি ব্যবহার করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং দুই গ্রামের লোকজন যাতায়াত করেন। বর্তমানে ব্রিজটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এছাড়া দুর্ঘটনা এড়াতে মাঝের ধসে পড়া অংশে কাঠ দিয়ে পাটাতন দিয়েছেন স্থানীয় লোকজন। আজমিরীগঞ্জ পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী আরমান হাফিজ বলেন, ব্রিজের নিচে পানি বেশি থাকায় কাজ করা সম্ভব হচ্ছে না। পানি কমলে আগামী ১৫ দিনের মধ্যে ব্রিজটির সংস্কার কাজ শুরু করা হবে।
Leave a Reply