নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগের রাজনীতি দেশের মাটি ও মানুষের জন্য। ক্ষমতায় ফিরে না আসলে আমরা পালাব না। কারণ আমাদের জন্ম এদেশে। মবরোও এদেশে। এ শপথ বঙ্গবন্ধুও নিয়েছিলেন।
শুক্রবার সকালে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ‘আমাদের ভুলত্রুটি থাকতে পারে। ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ। জনগণ ভোট দেবে। তবে আমরা কখনো ক্ষমতার ধাপট দেখাইনি।
তিনি বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার মনোনয়ন পর্ব শেষে দেওয়া হবে। সম্ভবত বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে কিংবা কৃষিবিদ ইনস্টিটিউটে ইশতেহার প্রকাশ হতে পারে।
নির্বাচনী ইশতেহারে ‘দিন বদলের অভিযান, অদম্য বাংলাদেশ’ গ্রামীণ উন্নয়নগুলোকে প্রাধান্য দেওয়া হচ্ছে বলে জানান ওবায়দুল কাদের।
সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য এস এম কামাল হোসেন ও কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
Leave a Reply