আওয়ামী লীগকে আরো শক্তিশালী ও স্মার্ট করতে আমার ঘাম-শ্রম নিয়োগ করব বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
রোববার সচিবালয়ে আওয়ামী লীগের নবনির্বাচিত কমিটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এক প্রশ্নে তিনি একথা বলেন।
দ্বিতীয় মেয়াদে সাধারণ সম্পাদক হওয়ার প্রতিক্রিয়া কী জানতে চাইলে তিনি বলেন, ‘আমি ফিরে আসব (অসুস্থতা থেকে) সেটা ভাবিনি। ফিরে আসলেও কর্মক্ষমতা পাবো তা ভাবিনি। গত দুই তিন মাস সম্মেলনকে সামনে রেখে অনেকগুলো জেলা সম্মেলনে যোগ দিয়েছি। পর পর চারদিন চার জেলায় কমিটি হয়েছে, সেখানেও ছিলাম।’
‘আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হয়েছি। দলের সভানেত্রী আমার ওপর আস্থা রেখেছে। কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে আমার ওপর আস্থা রেখে দায়িত্ব দিয়েছেন। সেই আস্থার জন্য আমার ঘাম-শ্রম আমি নিয়োগ করব।’
তিনি আরো জানান, ‘আওয়ামী লীগের সামনে অনেক কাজ আছে। অনেক চ্যালেঞ্জ আছে। এর মধ্যে বড় চ্যালেঞ্জ নির্বাচনী অঙ্গীকার। নির্বাচনের আগে জাতির সামনে নেত্রী যে ওয়াদা করেছিলেন তা পূরণ করতে দিন রাত কাজ করব।’
তিনি বলেন, ‘মঙ্গলবার (২৪ ডিসেম্বর) আমাদের প্রেসিডিয়াম মিটিং আছে, এর মধ্যে একটা খসড়া প্রস্তাব ও প্রেসিডিয়ামে আলাপ-আলোচনার পর সেদিনই পূর্ণাঙ্গ কমিটি হবে।’
অপর এক প্রশ্নে তিনি বলেন, ‘মন্ত্রীসভায় রদবদল এটি রুটিন ওয়ার্ক। নতুন বছরে হয়ত চমক আসতে পারে।’
Leave a Reply