স্পোর্টস ডেস্কঃ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে জনপ্রিয়তা আকাশ ছুঁয়েছে। বিশ্বের প্রতিটি ক্রিকেটারই এখানে খেলার জন্য উন্মুখ হয়ে থাকে।
আগামী ১৯ ডিসেম্বর কলকাতায় বসতে যাচ্ছে আইপিএলের নিলাম। এবারের আইপিএলের নিলামে থাকবে ৯৭১ ক্রিকেটারের নাম। এরমধ্যে ভারতীয় ক্রিকেটারের সংখ্যা ৭১৩ জন। বিদেশি ক্রিকেটার রয়েছেন ২৫৮ জন।
এবারের নিলামে বাংলাদেশ থেকে রয়েছে ৬ ক্রিকেটার। আর ১৯ জনের নাম রয়েছে আফগানিস্তান থেকে। এছাড়া অস্ট্রেলিয়ার ৫৫, ইংল্যান্ডের ২২, নেদারল্যান্ডসের ১, নিউজিল্যান্ডের ২৪, দক্ষিণ আফ্রিকার ৫৪, শ্রীলঙ্কার ৩৯, যুক্তরাষ্ট্রের ১, ওয়েস্ট ইন্ডিজের ৩৪, জিম্বাবুয়ের রয়েছেন ৩ জন ক্রিকেটার।
গত সোমবার আইপিএল কর্তৃপক্ষ জানায়, গত ৩০ নভেম্বর ছিল আইপিএলে ক্রিকেটারদের নাম নিবন্ধনের শেষ তারিখ। ফ্র্যাঞ্চাইজিগুলোকে ৯ ডিসেম্বরের মধ্যে সংক্ষিপ্ত তালিকা জমা দিতে হবে।
বিদেশি ক্রিকেটারদের মধ্যে ১৯৬ জনের রয়েছে আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতা। ৬০ জন আন্তর্জাতিক ক্রিকেট খেলেননি আর সহযোগী সদস্য দেশ থেকে থাকছেন দু’জন ক্রিকেটার।
Leave a Reply