আইন বাস্তবায়নে সবকিছু নিয়ে আঁটঘাঁট বেঁধে নামতে হবে: কাদের

আইন বাস্তবায়নে সবকিছু নিয়ে আঁটঘাঁট বেঁধে নামতে হবে: কাদের

আইন বাস্তবায়নে সবকিছু নিয়ে আঁটঘাঁট বেঁধে নামতে হবে: কাদের
আইন বাস্তবায়নে সবকিছু নিয়ে আঁটঘাঁট বেঁধে নামতে হবে: কাদের

ঢাকা- নতুন সড়ক আইন বাস্তবায়নে সবকিছু নিয়ে আঁটঘাঁট বেঁধে নামতে হবে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকালে নতুন আইন কার্যকর নিয়ে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) কার্যালয়ে এক মতবিনিময় সভায় তিনি এ কথা জানান। এ জন্য আইন প্রয়োগে আরও এক সপ্তাহ সময় লাগবে বলেও জানান তিনি।

ওবায়দুল কাদের বলেন, সচেতনতা সৃষ্টির জন্য শুরুতে এক সপ্তাহ সময় বাড়ানো হয়েছিল। একই কারণে এবার আরও এক সপ্তাহ সময় বাড়ানো হলো। এরপর থেকে কঠোরভাবে আইন বাস্তবায়নে কাজ করা হবে।

সড়ক আইন প্রয়োগে বিলম্বের কারণ জানতে চাইলে মন্ত্রী বলেন, বেটার লেট দ্যান নেভার… আইনটি এখন প্রায়োগিক পর্যায়ে চলে এসেছে। সকল সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে অ্যালাইনড করা হয়েছে, মাননীয় প্রধানমন্ত্রীও তার প্রত্যাশা জানিয়েছেন। এখন আমরা প্রয়োগে যাওয়ার পর্যায়ে রয়েছি।

কাদের বলেন, দেশের দুটি সিটি করপোরেশন নগরে সড়কে ফুটপাতে, পার্কিংয়ে শৃঙ্খলা আনতে কাজ শুরু করলেও ডেঙ্গুর প্রকোপের কারণে তাতে কিছুটা ভাটা পড়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com