লোকালয় ডেস্কঃ আইন করে প্লাস্টিক ব্যাগের উৎপাদন বন্ধ করা যাবে না বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ।
মঙ্গলবার (৫ জুন) জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আইইউসিএন আয়োজিত আলোচনা সভায় তিনি একথা বলেন।
মন্ত্রী বলেন, ‘আইন ব্যবহার করে প্লাস্টিক উৎপাদন বন্ধ করা সম্ভব না। কারণ আমাদের জনবল নেই। একসঙ্গে কয়েক জায়গায় অভিযান পরিচালনা করতে যেই লোকবল প্রয়োজন তা আমাদের নেই। তবে আমি মন্ত্রী তাই দায়িত্ব আমাকেই নিতে হবে। আমাদের একটি কমিটমেন্টের মধ্যে দিয়ে এগুতে হবে। সাস্টেইনেবল ক্যাম্পেইন করতে পারলে আমরা ভালো কাজ করতে পারবো।’
প্লাস্টিক পরিবেশ দূষণের পাশাপাশি জলাবদ্ধতা সৃষ্টি করে উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘আগে একবার বুড়িগঙ্গা খননের সময় শুনেছিলাম যা উঠে এসেছে সবই প্লাস্টিক ব্যাগ। আমাদের প্রতিমন্ত্রী নিজেই অনেকবার প্লাস্টিকের ব্যাগের বিরুদ্ধে অভিযানে গিয়েছিলেন। এই পলিথিনের ব্যাগ তৈরির পদ্ধতি এতটাই ভ্রাম্যমান যে এদের ধরা খুব মুশকিল কাজ। আবার সামগ্রিকভাবে উৎপাদন বন্ধ করে দেবো সেইটাও সম্ভব নয়। ধাপা ধাপে আমাদের এগুতে হবে।’
তিনি মন্ত্রী আরও বলেন, বিভিন্ন রেস্টুরেন্টে খাবারের সঙ্গে প্লাস্টিকের থালা, চামচ দেয়। এটা খুব ভয়ঙ্কর ব্যাপার। আমাদের খাদ্য চেইনে প্লাস্টিক ঢুকে গেছে। এটা নিয়ে পরিবেশ অধিদফতরকে দ্রুত কাজ করতে হবে।
আমাদের সমস্যার পেছনে জনসংখ্যা একটা বড় ফ্যাক্ট দাবি করে মন্ত্রী বলেন, ‘ঢাকায় ২ কোটি মানুষের বসবাস। ইউরোপের অনেক দেশে এতো জনসংখ্যা নেই। এমনকি অনেক উন্নত দেশে এতো জনসংখ্যা নেই। সেই বিষয় মাথায় রেখে আমাদের কথা বলা উচিত। এই যে এতো মানুষ প্রতিদিন ঢাকায় আসেন এদের সৃষ্ট বর্জ্য কোথায় যাবে? আমাদের সমস্যা সম্পর্কে আগে সচেতন হতে হবে।’
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন ব্রতী’র মুখ্য নির্বাহী কর্মকর্তা শারমিন সোনিয়া মুর্শেদ, বেলা’র প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান, আইইউসিএন সদস্যদের বাংলাদেশ জাতীয় কমিটির সদস্য হাসনা জসিমউদ্দিন মওদুদ সহ অন্যান্যরা।
Leave a Reply