সংবাদ শিরোনাম :
১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে হবিগঞ্জে কর্মবিরতি অস্তিত্ব সংকটে পড়েছে হবিগঞ্জের অধিকাংশ নদ নদী শায়েস্তাগঞ্জে মালবাহী ট্রেনের নিচে কাটা পড়ে যুবকের মৃত্যু শ্রীমঙ্গলে ১০ কেজি গাঁজাসহ সুজাতপুরের যুবক আটক নতুন আঙ্গিকে ও নতুন সময়ে একুশে সংবাদ সিলেটি শিক্ষার্থীদের ইংল্যান্ডে পড়তে যেতে হলে যা জানতে হবে ড্রোন ধ্বংস করল ইরান, নিরাপদে আছে ইসফাহানের পারমাণবিক স্থাপনা হাফিজা-দিদার ফাউন্ডেশনের উদ্যোগে দরিদ্র অসহায় লোকের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ নবীগঞ্জে তাহসিন হত্যার প্রধান আসামী মান্না গ্রেফতার পৈলারকান্দির ফেরেঙ্গীটিলা গ্রামে ১৪৪ ধারা অমান্য করে জায়গা দখলের পায়তারা
অস্ট্রেলিয়ায় ‘রাইজিং স্টার অব দ্য ইয়ার’ সম্মাননা পেয়েছেন এক প্রবাসী বাংলাদেশি

অস্ট্রেলিয়ায় ‘রাইজিং স্টার অব দ্য ইয়ার’ সম্মাননা পেয়েছেন এক প্রবাসী বাংলাদেশি

অস্ট্রেলিয়ায় 'রাইজিং স্টার অব দ্য ইয়ার’ সম্মাননা পেয়েছেন এক প্রবাসী বাংলাদেশি
অস্ট্রেলিয়ায় 'রাইজিং স্টার অব দ্য ইয়ার’ সম্মাননা পেয়েছেন এক প্রবাসী বাংলাদেশি

নাম এইচ এম তানভীর। তিনি সিডনিতে আবাসন সংস্থা ‘সেঞ্চুরি ২১ প্রপার্টি কেয়ার’ এর প্রধান।

স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় মেলবোর্নের সাউথ গেট শপিং অ্যান্ড রেস্টুরেন্টের বলরুমে এক অনুষ্ঠানে আয়োজক সংগঠন ‘রেট মাই অ্যাজেন্ট’ এর প্রধান কার্যনিবাহী ও সহ প্রতিষ্ঠাতা মার্ক আরমসট্রং তাকে এ সম্মাননা দেন।

প্রতি বছর পুরো অস্ট্রেলিয়ায় জাতীয়ভাবে আবাসন গ্রাহক সেবার মান ও পর্যালোচনার ভিত্তিতে আবাসন গ্রাহক ও সংস্থাকে এ রিয়েল এস্টেট সম্মামনা দেওয়া হয়।

সম্মাননা পাওয়ার পর নিজের অনুভূতি জানিয়ে তানভীর বলেন, “এ সম্মাননা আমার দলের কঠোর পরিশ্রম ও সম্মানের স্বীকৃতি। অতীতে ৯০ মিলিয়ন ডলার মূল্যমানের সম্পত্তি বিক্রি করে আমরা আমাদের গ্রাহকদের প্রশংসা ও বিশ্বাস অর্জন করতে সক্ষম হয়েছি। যার ফলে গ্রাহকরা রেট মাই অ্যাজেন্টের মাধ্যমে আমাদের এ সর্বোচ্চ সম্মানে ভূষিত করেছেন।”

মার্ক আরমসট্রং বলেন, “এবার রেট মাই অ্যাজেন্টের মাধ্যমে অ্যাজেন্ট অব ইয়ার অ্যাওয়ার্ড প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে অস্ট্রেলিয়ার প্রতিটি শহরতলী, শহর ও রাজ্যগুলো থেকে প্রায় বত্রিশ হাজার আবাসন গ্রাহক ও সংস্থা অংশ নেয়।”

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com