অবশেষে আবর্জনামুক্ত হচ্ছে হবিগঞ্জ শহরে আধুনিক স্টেডিয়ামের পাশ

অবশেষে আবর্জনামুক্ত হচ্ছে হবিগঞ্জ শহরে আধুনিক স্টেডিয়ামের পাশ

হবিগঞ্জ শহরে আধুনিক স্টেডিয়ামের পাশে তৈরী হওয়া ময়লার ভাগাড় থেকে আবর্জনা অপসারণের কাজ শুরু করেছে পৌর কর্তৃপক্ষ। আবর্জনাগুলো তুলে নিয়ে ফেলা হচ্ছে নির্দিষ্ট ডাম্পিং স্পটে। বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) বিকেলে এই আবর্জনা অপসারণ কাজের উদ্বোধন করেন জেলা প্রশাসক ইশরাত জাহান ও হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম। এ সময় জেলা প্রশাসন ও পৌরসভার অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে পৌরসভার কয়েকটি ট্রাক ভর্তি করে ময়লা-আবর্জনা নিয়ে যেতে দেখা যায়। মেয়র আতাউর রহমান সেলিম জানান, এ ময়লা-আবর্জনা অপসারণের মধ্যদিয়ে হবিগঞ্জ শহরবাসীর দীর্ঘদিনের দুর্ভোগ দূর হবে। সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আবু জাহিরের প্রচেষ্টা ও জেলা প্রশাসনের সহযোগিতায় হবিগঞ্জ পৌরসভা এই কাজটি বাস্তবায়ন করছে। হবিগঞ্জ সদর উপজেলায় রিচি ইউনিয়নের মির্জাপুরের জোয়ইরা বিলে নির্দিষ্ট ডাম্পিং স্পট তৈরি করা হয়েছে। আবর্জনাগুলো সেখানে নিয়ে ফেলা হচ্ছে। যত দ্রুত সম্ভব অপসারণের কাজ শেষ করা হবে। স্থানীয় সূত্রে জানা গেছে, নির্দিষ্ট স্থান না থাকায় কয়েক বছর ধরে বাইপাস সড়কের দু’পাশে আবর্জনা ফেলে আসছিল হবিগঞ্জ পৌরসভা। দীর্ঘদিনে আবর্জনার স্তুপ ধারণ করে বিশাল আকার। এতে দুর্ভোগ পোহাচ্ছিলেন সড়কে চলাচলকারী হাজার হাজার পথচারী ও যাত্রীরা। দেশের বিভিন্ন স্থান থেকে আধুনিক স্টেডিয়ামে আসা খেলোয়াড়রাও অতিষ্ঠ ছিলেন এর দুর্গন্ধে। অবশেষে অবসান হতে চলেছে এ সবকিছুর।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com