লোকালয় ২৪

ত্রিশ হাজার লোককে বিনামূল্যে খাওয়াবে আর্সেনাল

lokaloy24.com

লোকালয় ডেস্কঃ করোনাভাইরাসের ফলে থমকে গেছে সারাবিশ্ব। ইউরোপের দেশগুলোতে পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। ইংল্যান্ডেও বাড়ছে করোনার প্রকোপ। দুর্ভোগে পড়েছে অসংখ্য মানুষ।  এ অবস্থায় লন্ডনের ৩০ হাজার মানুষকে বিনামূল্যে খাবার দেয়ার ঘোষণা দিয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের দল আর্সেনাল।

তবে শুধু খাওয়ানোর মাঝেই নিজেদের সীমাবদ্ধ রাখবে না ক্লাবটি। সুবিধাবঞ্চিত মানুষদের স্যানিটারি ও ব্যক্তিগত স্বাস্থ্যবিধির উপকরণও সরবরাহ করবে তারা। একটি বিবৃতিতে আর্সেনাল জানিয়েছে, ‘এই চ্যালেঞ্জিং সময়ে লন্ডনের অধিবাসীদের সহায়তা করতে পারায় আমরা খুব গর্বিত।’

এর আগে করোনা মোকাবিলায় স্থানীয় সংস্থাগুলোকে ১ লাখ পাউন্ড (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ কোটি ৫৪ হাজার টাকা) প্রদানের প্রতিশ্রুতি দিয়েছিল আর্সেনাল। এছাড়া কোভিড-১৯ তহবিলে আরো ৫০ হাজার পাউন্ড দিচ্ছে উত্তর লন্ডনের ক্লাবটি।