৯০০ কোটি টাকা আছে বিসিবির কোষাগারে

৯০০ কোটি টাকা আছে বিসিবির কোষাগারে

http://lokaloy24.com/
http://lokaloy24.com/

বিসিবি সভাপতি নাজমুল হাসানের দ্বিতীয় মেয়াদ প্রায় শেষ হওয়ার পথে

বিসিবি সভাপতি নাজমুল হাসানের দ্বিতীয় মেয়াদ প্রায় শেষ হওয়ার পথে

আজ রাজধানীর ঢাকা ক্লাবে ক্রিকেট বোর্ডের প্রয়াত পরিচালক আফজালুর রহমান সিনহার স্মরণে এক অনুষ্ঠানে নাজমুল হাসান বলেছেন, ‘বিসিবির অনেক টাকা বেড়েছে, যা বিসিবির আয় থেকেই এসেছে। আমাদের সব স্পনসর স্থানীয়, দেশের বাইরের না। আমরা টাকা অনেক কম পাই। তবু এই দুই মেয়াদে আমাদের এফডিআরে প্রায় ৯০০ কোটি টাকার মতো আছে।’

নাজমুল হাসানের মেয়াদে বাংলাদেশ ক্রিকেটের উন্নতিও নাকি আইসিসির চোখে পড়েছে। তাই ভালো পারফরম্যান্সের উপহার হিসেবে আইসিসি থেকে ২০২৩ সালের পর থেকে অস্ট্রেলিয়ার সমান টাকা পাবে বাংলাদেশ। নাজমুল হাসান এ ব্যাপারে বলেন, ‘আইসিসি থেকে প্রাপ্য অর্থ বাড়বে সামনে। ২০২৩ সাল থেকে আমরা অনেক বেশি পাব। আমাদের এত দিন যে অনুপাতে দিয়ে এসেছে, ওটা ঠিক নয়। আমি ওদের কাছে চ্যালেঞ্জ করেছিলাম, কিন্তু আট বছরের অর্থচক্রে পড়ে গিয়েছি। ২০২৩ থেকে অস্ট্রেলিয়ার সমান টাকা পাবে বাংলাদেশ। এত বছর ধরে, আমাদের জিম্বাবুয়ের সমান দিত।’

কিন্তু ২০১৭ সাল থেকেই আইসিসি থেকে অস্ট্রেলিয়ার সমান অর্থ পেয়ে আসছে বিসিবি।

তাহলে এ কথা দিয়ে বোর্ডপ্রধান আসলে কী বোঝাতে চাইলেন? বিসিবির এক কর্মকর্তা সভাপতির কথা ব্যাখ্যা করে বুঝিয়েছেন, ২০১৭ সালের পর আইসিসিকে টাকা বাড়িয়ে দেওয়ার ব্যাপারে বিসিবি জোরালো ভূমিকা রেখেছে। সে কারণেই ২০২৩ সালের পর থেকে আইসিসি থেকে বিসিবির আয় আরও বাড়বে। এ বিষয়টিকে ক্রিকেট বোর্ড দেখছে তাদের সাংগঠনিক দক্ষতা হিসেবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com