৭ দিনে ৫০০ কোটি আয় করল রোবট ২.০

৭ দিনে ৫০০ কোটি আয় করল রোবট ২.০

৭ দিনে ৫০০ কোটি আয় করল রোবট ২.০
৭ দিনে ৫০০ কোটি আয় করল রোবট ২.০

বিনোদন ডেস্কঃ বহুল আলোচিত সিনেমা টু পয়েন্ট জিরো বা রোবট-টু। কয়েক দফা পেছানোর পর গত ২৯ নভেম্বর মুক্তি পায় সিনেমাটি। শুরু থেকেই দর্শক-সমালোচকদের প্রশংসায় ভাসছে সিনেমাটি।

বক্স অফিসেও ছুটছে টু পয়েন্ট জিরো সিনেমার জয়রথ। মুক্তির প্রথম সাত দিনে বিশ্বব্যাপী সিনেমাটির আয় ৫০০ কোটি রুপি ছাড়িয়েছে। মাইক্রোব্লগিং সাইট টুইটারে সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান লায়কা প্রোডাকশনের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। সিনেমাটির হিন্দি সংস্করণের পরিবেশনায় রয়েছে করন জোহরের ধর্মা প্রোডাকশন। করনও এ বিষয়ে টুইট করেছেন।

এছাড়া বক্স অফিস বিশ্লেষক রমেশ বালা তার টুইটার অ্যাকাউন্টে জানিয়েছে, প্রথম ছয় দিনে শুধু ভারতে টু পয়েন্ট জিরো সিনেমার গ্রস আয় ৩৬৭ কোটি রুপি। অন্যদিকে বিশ্বের অন্যান্য দেশ থেকে এটি আয় করেছে ১২১ কোটি রুপি। পাশাপাশি সপ্তম দিনে সিনেমাটি শুধু ভারত থেকেই আরো ১০ কোটি রুপির বেশি আয় করেছে বলে জানিয়েছেন রমেশ।

২০১০ সালে মুক্তিপ্রাপ্ত ভারতের সাড়া জাগানো অ্যাকশন সিনেমা রোবট। তামিল সংস্করণে সিনেমাটির নাম ছিল এন্থিরান। এ সিনেমার সিক্যুয়েল টু পয়েন্ট জিরো। সিনেমাটি নির্মাণে সাড়ে পাঁচ শ কোটি রুপির বেশি ব্যয় হয়েছে বলে জানা গেছে। সিনেমাটিতে কাজ করেছেন তিন হাজার টেকনিশিয়ান। এটি প্রথম ভারতীয় সিনেমা যার পুরোটাই থ্রিডি-তে শুটিং করা হয়েছে।

টু পয়েন্ট জিরো সিনেমাটি পরিচালনা করেছেন দক্ষিণের জনপ্রিয় পরিচালক শংকর। এতে অভিনয় করেছেন-রজনীকান্ত, অক্ষয় কুমার, অ্যামি জ্যাকসন, আদিল হুসাইন, সুধাংশু পাণ্ডে প্রমুখ। সিনেমাটির সংগীত পরিচালনা করেছেন এ. আর. রহমান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com