৭৫ হাজার ছাড়লো ডেঙ্গু রোগীর সংখ্যা

৭৫ হাজার ছাড়লো ডেঙ্গু রোগীর সংখ্যা

৭৫ হাজার ছাড়লো ডেঙ্গু রোগীর সংখ্যা
৭৫ হাজার ছাড়লো ডেঙ্গু রোগীর সংখ্যা

নিজস্ব প্রতিবেদক : দেশব্যাপী ডেঙ্গু জ্বরে আক্রান্তের হার নিম্নমুখী থাকলেও মোট আক্রান্তের সংখ্যা ৭৫ হাজার ছাড়িয়েছে।

শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়েছে।

বলা হয়েছে, চলতি বছরের প্রথম দিন থেকে ৭ সেপ্টম্বর সকাল পর্যন্ত সারা দেশে ৭৫ হাজার ৭৫৩ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে ৭২ হাজার ১১৪ জন রোগী হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন।

এ ছাড়া, ডেঙ্গু সন্দেহে ১৯২ জনের মৃত্যুর তথ্য রোগতত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। এদের মধ্যে ৯৬টি মৃত্যু পর্যালোচনা করে ৫৭ জনের ডেঙ্গুতে মৃত্যু হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে।

এদিকে, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত সারা দেশে ৬০৭ জন রোগী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। ভর্তি রোগীদের মধ্য থেকে ছাড়পত্র পেয়েছেন ৪৯৭ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সহকারী পরিচালক ডা. আয়শা আক্তার জানান, ২৪ ঘণ্টার হিসেবে নতুন ডেঙ্গু আক্রান্ত রোগী ২৪ শতাংশ কমেছে।

সারা দেশে তিন হাজার ৪৪৭ জন ডেঙ্গুতে আক্রান্তে হয়ে হাসপাতালে ভর্তি আছেন। এদের মধ্যে ঢাকায় এক হাজার ৭১৯ জন ও ঢাকার বাইরে এক হাজার ৭২৮ জন রয়েছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com