৭০০ কোটির ক্লাবে নাম লেখানো প্রথম তামিল সিনেমা ‘টু পয়েন্ট জিরো’

৭০০ কোটির ক্লাবে নাম লেখানো প্রথম তামিল সিনেমা ‘টু পয়েন্ট জিরো’

৭০০ কোটির ক্লাবে নাম লেখানো প্রথম তামিল সিনেমা 'টু পয়েন্ট জিরো'
৭০০ কোটির ক্লাবে নাম লেখানো প্রথম তামিল সিনেমা 'টু পয়েন্ট জিরো'

বিনোদন ডেস্কঃ রজনীকান্ত ও অক্ষয় কুমার অভিনীত সিনেমা টু পয়েন্ট জিরো। গত ২৯ নভেম্বর মুক্তি পায় চলতি বছরের বহুল প্রতীক্ষিত এই সিনেমাটি।

মুক্তির আগে ও পরে বেশ কয়েকটি রেকর্ড গড়েছে টু পয়েন্ট জিরো। এবার এর তালিকায় যুক্ত হলো আরো দুটি রেকর্ড। ৭০০ কোটির ক্লাবে নাম লেখানো প্রথম কলিউড বা তামিল সিনেমা এটি। বক্স অফিস বিশ্লেষক মনোবালা বিজয়াবালান মাইক্রোব্লগিং সাইট টুইটারে এ তথ্য জানিয়েছে।

এছাড়া বাহুবলি : দ্য বিগিনিং সিনেমার আয় পেছনে ফেলেছে টু পয়েন্ট জিরো। এখন পর্যন্ত বিশ্বব্যাপী এই সিনেমার আয় ৭১১ কোটি রুপি। অন্যদিকে বাহুবলি : দ্য বিগিনিং বিশ্বব্যাপী সবমিলিয়ে আয় করেছে ৬৫০ কোটি রুপি।

ভারতের সবচেয়ে বেশি আয় করা সিনেমার তালিকায় বর্তমানে ষষ্ঠ অবস্থানে রয়েছে টু পয়েন্ট জিরো। এটির আগে রয়েছে-দঙ্গল, বাহুবলি-দ্য কনক্লুশন, সিক্রেট সুপারস্টার, বজরঙ্গি ভাইজান ও পিকে

২০১০ সালে মুক্তিপ্রাপ্ত ভারতের সাড়া জাগানো অ্যাকশন সিনেমা রোবট। তামিল সংস্করণে সিনেমাটির নাম ছিল এন্থিরান। এ সিনেমার সিক্যুয়েল টু পয়েন্ট জিরো। সিনেমাটি নির্মাণে সাড়ে পাঁচ শ কোটি রুপির বেশি ব্যয় হয়েছে বলে জানা গেছে। সিনেমাটিতে কাজ করেছেন তিন হাজার টেকনিশিয়ান। এটি প্রথম ভারতীয় সিনেমা যার পুরোটাই থ্রিডি-তে শুটিং করা হয়েছে।

টু পয়েন্ট জিরো সিনেমাটি পরিচালনা করেছেন দক্ষিণের জনপ্রিয় পরিচালক শংকর। এতে রজনীকান্ত, অক্ষয় কুমার ছাড়াও অভিনয় করেছেন- অ্যামি জ্যাকসন, আদিল হুসাইন, সুধাংশু পাণ্ডে প্রমুখ। সিনেমাটির সংগীত পরিচালনা করেছেন এ. আর. রহমান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com