৩ হাজার কোটি টাকার পুঁজি হারিয়েছেন বিনিয়োগকারীরা

৩ হাজার কোটি টাকার পুঁজি হারিয়েছেন বিনিয়োগকারীরা

৩ হাজার কোটি টাকার পুঁজি হারিয়েছেন বিনিয়োগকারীরা
৩ হাজার কোটি টাকার পুঁজি হারিয়েছেন বিনিয়োগকারীরা

অর্থনীতি ডেস্কঃ তিন কার্যদিবস পতন আর একদিন উত্থানের মধ্য দিয়ে মার্চ মাসের শেষ সপ্তাহ পার করেছে দেশের পুঁজিবাজার। বিদায়ী সপ্তাহের (২৫-২৯ মার্চ) অধিকাংশ দিন সূচকের পতনের ফলে বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম ও লেনদেন কমেছে। ফলে গেলো সপ্তাহে বিনিয়োগকারীরা পুঁজি হারিয়েছেন ৩ হাজার ২৩৪ কোটি ৩৯ লাখ টাকা।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, তারল্য সংকটের কারণে বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক রয়েছে। ফলে তারা শেয়ার কেনার চেয়ে বিক্রি করছেন বেশি। তাই বিক্রির চাপে লেনদেন কমছে। আর গত সপ্তাহের শেষদিন সরকার ও পুঁজিবাজার সংশ্লিষ্ট কিছু প্রতিষ্ঠানের ‘সাপোর্টে’র ফলে সূচকের যে উত্থান হয়েছে সেটিকে অস্বাভাবিক বলছেন সবাই।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তথ্য মতে, স্বাধীনতা দিবস উপলক্ষে ২৬ মার্চ সরকারি ছুটি থাকায় গত সপ্তাহে ডিএসইতে ৪ কার্যদিবসে ৩৪১টি সিকিউরিটিজের লেনদেন হয়েছে ১ হাজার ২৮৩ কোটি ৭০ লাখ ৬৩ হাজার ৮৫ টাকা। এর আগের সপ্তাহে লেনদেন হয়েছিলো ১ হাজার ৭৬৯ কোটি ৪২ লাখ ৯০ হাজার ৭৫০ টাকা।

সব মিলে বিদায়ী সপ্তাহে আগের সপ্তাহের চেয়ে ২৭ দশমিক ৪৫ শতাংশ লেনদেন কম হয়েছে। এ কারণে দৈনিক লেনদেনের পরিমাণও সাড়ে ৩শ’ কোটি থেকে কমে দাঁড়িয়েছে ৩২০ কোটিতে।

লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১০৯টির, কমেছে ২০২টির আর অপরিবর্তিত রয়েছে ২৯টি কোম্পানির শেয়ারের দাম।

ব্যাংক, বিমা, আর্থিক প্রতিষ্ঠানসহ বিভিন্ন কোম্পানির শেয়ারের দাম কমায় তিন সূচকে পথচলা ডিএসইর প্রধান সূচক আগের সপ্তাহের চেয়ে ১৬ দশমিক ৮৬ পয়েন্ট কমে ৫ হাজার ৫৯৭ দশমিক ৪৪ পয়েন্টে দাঁড়িয়েছে।

প্রধান সূচকের পাশাপাশি ডিএস-৩০ সূচক আগের সপ্তাহের চেয়ে ২৩ পয়েন্ট কমে ২ হাজার ১০৬ পয়েন্টে দাঁড়িয়েছে। তবে ডিএসইএস শরীয়াহ সূচক ৭ দশমিক ৩৬ পয়েন্ট কমে ১ হাজার ৩১৪ পয়েন্টে দাঁড়িয়েছে।

একই সময়ে দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক আগের সপ্তাহের চেয়ে ১১ পয়েন্ট কমে ১০ হাজার ৪০৪পয়েন্টে দাঁড়িয়েছে।

এ সময়ে লেনদেন হওয়া সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ৮১টির, কমেছে ১৭৫টির আর অপরিবর্তত রয়েছে ২৪টি

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com