৩৫ মিলিয়ন লিরায় বিক্রি হবে তুরস্কের এই শহরটি!

৩৫ মিলিয়ন লিরায় বিক্রি হবে তুরস্কের এই শহরটি!

৩৫ মিলিয়ন লিরায় বিক্রি হবে তুরস্কের এই শহরটি!
৩৫ মিলিয়ন লিরায় বিক্রি হবে তুরস্কের এই শহরটি!

লোকালয় ডেস্কঃ আড়াই হাজার বছরের পুরনো তুরস্কের একটি শহর বিক্রি করা হচ্ছে। ধন সম্পদ শিকারিদের খপ্পর থেকে শহরটিকে বাঁচানোর জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে।

শহরটি প্রাচীন গ্রীসের বারগাইলিয়া। ১৩৩ হেক্টর বা ৩৩০ একর জমির এই সম্পত্তি এখন ব্যক্তি-মালিকানায় রয়েছে। ৩৫ মিলিয়ন লিরা দাম ঘোষণা করেছেন শহরটির মালিক।

শহরটির থিয়েটার, প্রাচীন গ্রীসের নগরদুর্গ, মহল্লা এবং আরও গুরুত্বপূর্ণ ইমারত রয়েছে। যেগুলো গ্রেড ওয়ান প্রত্নতত্ত্ব নিদর্শন হিসেবে ধরা হয় সেগুলো এখন গবাদি পশুর চারণ ভূমিতে পরিণত হয়েছে।

পশু থাকার জায়গা।পশু থাকার জায়গা। ছবি: সংগৃহীত

বিশাল এক আশ্রম এখন পশুর থাকার জায়গা হিসেবে ব্যবহার হচ্ছে। এখানকার একজন মালিক হুসেইন ইউকপিনার বলেছেন, তিনি একা এই প্রাচীন নগরীটি রক্ষা করতে পারছেন না, তাই এখন সরকারকে আহ্বান জানাচ্ছেন যাতে করে সরকার পদক্ষেপ নেয়।

প্রাচীন এই নগরীটিতে কোনো তাৎপর্যপূর্ণ প্রত্নতাত্ত্বিক খননকাজ করা হয়নি। আবার এটা এখন সম্পদ শিকারিদের নজরে রয়েছে।

ইতোমধ্যে রোমান সাম্রাজ্যের মোজাইক চুরি হয়েছে বলে খবর বের হয়েছে।

রোমান সাম্রাজ্যের মোজাইক চুরি হয়েছে।রোমান সাম্রাজ্যের মোজাইক করা পথ । ছবি: সংগৃহীত

এটা গ্রেড ওয়ান প্রত্নতাত্ত্বিক নিদর্শন হওয়ার পরেও কোনো সরকার এটা রক্ষণাবেক্ষণের দায়িত্ব নেয়নি কারণ শহরটা ব্যক্তি মালিকানার অধীনে ছিল।

এবারই যে এই শহরটি বিক্রির চেষ্টা চলছে এমনটা নয়। ২০১৫ সালেও একবার বিক্রির চেষ্টা করা হয়েছিল।
স্থানীয় আবাসন ব্যবসায়ীরা সে সময় চমকদার বিজ্ঞাপন দিয়েছিলেন শহরটির বর্ণনা দিয়ে।

কিন্তু কেউ এগিয়ে আসেনি। তবে এবারে গত বারের মূল্যের তুলনায় দুই মিলিয়ন কম মূল্য নির্ধারণ করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com