লোকালয় ২৪

৩১টি নৌবন্দর নির্মাণ করা হবে: শাজাহান খান

৩১টি নৌবন্দর নির্মাণ করা হবে: শাজাহান খান

লোকালয় ডেস্কঃ দেশে ৩১টি নৌবন্দর নির্মাণ করা হবে বলে জানিয়েছেন নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান। তিনি বলেন, ‘পাবনার মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা ছিল একটি আধুনিক নৌবন্দর। যেখানে নৌ ইয়ার্ড, গোডাউন ও জেটি থাকবে। আজ তাদের সেই প্রত্যাশার ভিত্তি স্থাপন করা হলো। দেশে মোট ৩১টি আধুনিক নৌবন্দর করা হবে। তারমধ্যে পাবনার নগরবাড়ী নৌবন্দরের ভিত্তি স্থাপন করা হলো।’

শুক্রবার (৫ অক্টোবর) বিকালে পাবনার নগরবাড়ী ঘাটে নৌবন্দরের ভিত্তি স্থাপন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ৫১৩ কোটি টাকা ব্যয়ে ৩৫ একর জায়গার ওপর এটি নির্মাণ করা হবে।

নৌমন্ত্রী নগরবাড়ী হরিনাথপুর মডেল উচ্চবিদ্যালয় মাঠের সমাবেশে বলেন, ‘এখানে মেরিন একাডেমির কাজ চলছে। এই অঞ্চল আরও উন্নত করা হবে। ইতোমধ্যে রাখালগাছির সঙ্গে আরিচার সংযোগ সড়ক করা হয়েছে।’

প্রকল্প সূত্রে জানা গেছে, ২০২১ সালের ৩০ জুন নির্মাণ কাজ শেষ হবে।

অনুষ্ঠানে বিএনপিকে উদ্দেশ করে শাজাহান খান বলেন, ‘খালেদা জিয়া জেলে থাকুক আর বাইরে থাকুক বিএনপিকে নির্বাচনে আসতেই হবে। ড. কামাল ও বি চৌধুরীর নেতৃত্বে যে জাতীয় ঐক্য হয়েছে, সেই ঐক্য কোনও আদর্শের ঐক্য নয়। তারা এখনও জামায়াতকে ছাড়তে পারেনি।’

বিআইডাব্লিউটিএ’র চেয়ারম্যান মোজাম্মেল হকের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন পাবনা-২ আসনের সংসদ সদস্য খন্দকার আজিজুল হক আরজু ও জেলা প্রশাসক জসিম উদ্দিন।

প্রকল্প সূত্রে জানা গেছে, নৌবন্দরটি নির্মাণ সম্পন্ন হলে উত্তরবঙ্গের ১৬ জেলার সঙ্গে বাণিজ্যিক যোগাযোগ স্থাপিত হবে।