লোকালয় ডেস্ক : ‘নির্বাচন নস্যাতের ষড়যন্ত্র’ রুখতে ৩০০ আসনেই প্রার্থী দেওয়ার ঘোষণা দিয়েছেন জাকের পার্টির চেয়ারম্যান পীরজাদা আলহাজ্ব খাজা মোস্তফা আমীর ফয়সল মুজাদ্দেদী।
শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে ‘বিশ্ব উরস শরীফ ২০১৮’র পুনর্মিলনী ও জাকের পার্টির জরুরি বর্ধিত সভায় তিনি এ ঘোষণা দেন বলে দলটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
ফয়সল মুজাদ্দেদীর বরাত দিয়ে এতে বলা হয়, “দেশে যে রাজনৈতিক শূন্যতা বিরাজ করছে তা পূরণে আওয়ামী লীগ ও জাকের পার্টি ছাড়া আমি আর কাউকে দেখি না।যে অপশক্তি উগ্রবাদ ও সন্ত্রাসবাদের মাধ্যমে এ দেশকে আফগানিস্তান বানাতে চেয়েছিল, এত বছর পর সেই ওহাবি, সালাফি, মওদুদীবাদী অপশক্তি আজ আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ভণ্ডুলের পাঁয়তারা করছে।
“আওয়ামী লীগের যেমন তৃণমূল পর্যায় পর্যন্ত গণভিত্তি আছে, তেমনি তার সাথে জাকের পার্টিরও দেশব্যাপী গণভিত্তি আছে।”
সভায় জাকের পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান খাজা সায়েম আমীর ফয়সল মুজাদ্দেদী, জাতীয় স্থায়ী কমিটির সদস্য মুন্সী আ. লতিফ, আবু বাকার সিদ্দিক খাঁন, আ. হালিম, ভারপ্রাপ্ত মহাসচিব এজাজুর রসূলসহ দলটির সহযোগী সংগঠনগুলোর নেতারা উপস্থিত ছিলেন।
Leave a Reply