লোকালয় ২৪

২ সেকেন্ডে ১০০ কিলোমিটার এই গাড়ি (ভিডিও)

২ সেকেন্ডে ১০০ কিলোমিটার এই গাড়ি (ভিডিও)

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি ডেস্কঃ মাত্র ২ সেকেন্ডে ১০০ কিলোমিটার পথ পাড়ি দেবে গাড়ি। না কোনো সুপারসনিক গাড়ি নয়। এটি একটি সাধারণ গাড়ি। কিন্তু এর গতি ঝড়ের গতিকেও হার মানায়!

দুর্দান্ত গতির এই গাড়িটি তৈরি করেছে জাপান। এটি একটি অ্যাসপার্ক আউল মডেলের গাড়ি। গত বছর ফ্রাঙ্কফ্রুটের অটো শোয়ে এই অ্যাসপার্ক আউল গাড়িটি প্রদর্শন করা হয়। মাত্র ২ সেকেন্ডে গাড়িটি ১০০ কিলোমিটার পথ যেতে সক্ষম।

গাড়িটিতে আছে ৪৩০ হর্সপাওয়ার ক্ষমতা সম্পন্ন ইঞ্জিন৷ ৮৬০ কিলোগ্রাম পর্যন্ত ওজন বহন করতে পারে এই গাড়ি।

গাড়িটির কার্যক্ষমতা নিয়ে একটি ভিডিও প্রকাশ করেছে এর নির্মাতা প্রতিষ্ঠান।

ভিডিওতে দেখা যাচ্ছে মাত্র ১.৯২১ সেকেন্ডে (২ সেকেন্ডের চেয়েও কম) দূরত্ব অতিক্রম করছে অ্যাসপার্ক আউল গাড়িটি৷ ফর্মুলা ওয়ান রেসিং কারের থেকেও এর গতি অনেক বেশি৷ সংস্থার তরফে জানানো হয়েছে, তারা মাত্র ৫০টি গাড়ি তৈরি করার কথা ভাবছে৷ এর দাম রাখা হয়েছে মাত্র ৩ মিলিয়ন ইউরো৷ গাড়ির টেস্ট ইতিমধ্যে সম্পন্ন হয়েছে।