সংবাদ শিরোনাম :
২ এপ্রিল থেকে বন্ধ হচ্ছে জিমেইল ইনবক্স!

২ এপ্রিল থেকে বন্ধ হচ্ছে জিমেইল ইনবক্স!

২ এপ্রিল থেকে বন্ধ হচ্ছে জিমেইল ইনবক্স!
২ এপ্রিল থেকে বন্ধ হচ্ছে জিমেইল ইনবক্স!

প্রযুক্তি ডেস্ক : যে কোনও সমস্যাই হোক না কেন, আমরা চোখ বুজে দ্বারস্থ হই গুগল-এর! ব্যবহারকারীদের প্রয়োজনের কথা মাথায় রেখে একাধিক অ্যাপও তৈরী করেছে গুগল। ফলে সব প্রশ্নের উত্তর হাতেনাতে পাওয়া যায়!

রয়েছে গুগল প্লে, গুগল এসিস্ট্যান্ট, গুগল ডুয়ো-র মতো একাধিক অ্যাপ যেগুলি আমাদের নানা প্রয়োজন সহজে মিটিয়ে দেয়। কিন্তু এবার গুগল-এর একটি অত্যন্ত জনপ্রিয় অ্যাপ বন্ধ করে দিচ্ছে সংস্থাটি।

জানা গেছে, আগামী ২ এপ্রিল থেকে বন্ধ হয়ে যাচ্ছে গুগল-এর ব্যাপক ব্যবহৃত ও বহুল জনপ্রিয় অ্যাপ ‘ইনবক্স’। ২০১৪ সালের ২২ অক্টোবর জিমেইল ব্যবহারকারীদের জন্য চালু হয়েছিল এই অ্যাপ। এবার ‘ইনবক্স’-এর পরিবর্তে ‘বান্ডেলস্’ ফিচারটি যুক্ত করা হবে জিমেইল-এর সঙ্গে। এই ‘বান্ডেলস্’ ফিচারে একই বিষয়ের একাধিক মেইল গ্রুপ করে রাখা যাবে। এ ছাড়াও একাধিক নতুন ফিচার যুক্ত হচ্ছে জিমেইল-এ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com