লোকালয় ২৪

২৯ বছর পর ক্ষমতা ছাড়লেন কাজাখাস্তানের একমাত্র প্রেসিডেন্ট

২৯ বছর পর ক্ষমতা ছাড়লেন কাজাখাস্তানের একমাত্র প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক- ২০১৫ সালে পঞ্চমবারের মতো পাঁচ বছর মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হন নাজারবায়েভ। নিজের পদত্যাগের ঘোষণা দেওয়ার এক মাসেরও কম সময় আগে নিজের সরকারকে বরখাস্ত করেন তিনি।

প্রচুর জ্বালানি সম্পদ থাকার পরেও দেশের অর্থনৈতিক ত্বরাণ্বিত না হওয়াকে কারণ দেখিয়ে ৫৩ বছর বয়সী আসকার মমিনকে নতুন প্রধানমন্ত্রী নিয়োগ দেন তিনি।

এরপর মঙ্গলবার স্বেচ্ছায় নিজের পদত্যাগের ঘোষণা দিয়ে নাজারবায়েভ বলেন, ‘এই বছর আমি দেশের সর্বোচ্চ পদে ৩০ বছর পূর্ণ করবো। স্বাধীন কাজাখ রাষ্ট্রের প্রতিষ্ঠাতা হিসেবে আমার মনে হয় নতুন প্রজন্মের নেতৃত্বের উত্থান দেখাটাই আমার কাজ। সেই নতুন নেতৃত্ব দেশকে পুনর্গঠনের পথে এগিয়ে নিয়ে যাবে’।

১৯৯০ সালে সাবেক সোভিয়েত ইউনিয়ন থেকে আলাদা হয়ে পৃথক রাষ্ট্র গঠিত হওয়ার পর থেকেই দেশটির ক্ষমতায় ছিলেন নাজারবায়েভ। ৭৮ বছর বয়সি নাজারবায়েভ এখন পর্যন্ত দেশটির প্রথম এবং একমাত্র পেসিডেন্ট।

অর্থনৈতিক ব্যবস্থাকে সংস্কার করে গণতান্ত্রিক পদ্ধতি বহাল রাখতে পদত্যাগ করছেন জানিয়ে নাজারবায়েভ বলেন, ‘আমি প্রেসিডেন্ট হিসেবে আমার ক্ষমতা ত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছি’। ইতিমধ্যে পার্লামেন্টর উচ্চকক্ষের স্পিকার কাশিম জমরাট তোকায়েভকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করেছেন।

সম্প্রতি দেশের জনগণের কল্যাণে বেশ কিছু গুরুত্বপূণ পদক্ষেপের ঘোষণা দিয়েছেন নাজারবায়েভ। অর্থনৈতিক অগ্রগতি তরান্বিত করতে না পারার অভিযোগ এনে দেশটির মন্ত্রিসভাও ভেঙে দিয়েছেন।