বিনোদন ডেস্কঃ সুইডেনের জনপ্রিয় সংগীতশিল্পী এবং ডিজে আভিচি ২৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। ওমানে বন্ধুদের সঙ্গে ছুটি কাটানোর সময় মৃত্যু হয় তার। তবে আভিচির মৃত্যুর কোন কারণ জানানো হয়নি।
২০ এপ্রিল, শুক্রবার আভিচির মুখপাত্রের বরাত দিয়ে এই মৃত্যু সংবাদ জানিয়েছে সংবাদ মাধ্যম বিবিসি।
সুইডেনের নাগরিক আভিচির আসল নাম ছিল টিম বার্গলিং। ২০০৮ সালে সংগীতশিল্পী হিসেবে কাজ শুরু করেন তিনি। আভিচি ইলেকট্রনিক ডান্স মিউজিক স্টার হিসেবে পরিচিত ছিলেন। এক রাতে আড়াই লক্ষ ডলার আয় করার রেকর্ড আছে তার। অন্যান্য সংগীতশিল্পীদের সঙ্গে যৌথভাবে সংগীত তৈরিতে যুক্ত ছিলেন তিনি। ওয়েক মি আপ, লেভেলস এবং লোনলি টুগেদার- এ ধরনের জনপ্রিয় গানগুলো তৈরির পেছনে যুক্ত ছিলেন।
আভিচির মৃত্যুর পেছনে কোন কারণ জানানো হয়নি। তার মুখপাত্র জানিয়েছে, এ ব্যাপারে আর কোনো তথ্য জানানো হবে না। তার শোকার্ত পরিবারকে গোপনীয়তা বজায় রাখার সুযোগ দিতে অনুরোধ করেন ওই মুখপাত্র।
আভিচির স্বাস্থ্য অনেকদিন ধরেই অবনতির দিকে ছিল। অন্যান্য স্বাস্থ্য সমস্যার পাশাপাশি অতিরিক্ত মদ্যপানের কারণে অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিসে ভুগছিলেন তিনি। ২০১৪ সালে তার গল ব্লাডার এবং অ্যাপেন্ডিক্স অপসারণ করা হয়। এরপর স্বাস্থ্যগত কারণে ২০১৬ সালে তিনি অবসরে যাবার সিদ্ধান্ত নেন।
আভিচি তার এক মিউজিক ভিডিওর শুরুতে বলেছিলেন, ‘আমার বয়স যখন ১৬, আমার বাবা বলেছিলেন আমি জীবনে যা চাই তা’ই করতে পারি, এর জন্য শুধু খাটতে হবে। তখনই আমি সিদ্ধান্ত নিয়েছি, মৃত্যুর পর আমি আমার কাজের জন্য স্মরণীয় হয়ে থাকতে চাই, আমার ধন-সম্পদের জন্য নয়।’
Leave a Reply